হাসপাতালের বেডে চার হাত এক হল, পূর্ণতা পেলো সুচরিতা-অমিতের ভালবাসা
আমার কথা, দুর্গাপুর, ২ মার্চঃ
ভালবাসার জোর থাকলে সাত সমুদ্র তেরো নদীও নাকি পার করা যায়। তাই সেখানে হাসপাতালের চৌহদ্দি পার করা কি এমম ব্যাপার। সেটাই প্রমান করলেন অমিত আর সুচরিতা। প্রেমের সম্পর্ক আড়াই বছরের যা বিয়ের মধ্যে দিয়ে পূর্ণতা পাওয়ার কথা ছিল আজ। হ্যাঁ আজ মানে শনিবার সুচরিতার সাথে অমিতের বিয়ের দিন স্থির হয়েছিল। সেই মতো সমস্ত আয়োজন করা হয়েছিল। আত্মীয় স্বজনও এসে পৌঁছে গিয়েছিল অমিত সুচরিতার চার হাত এক করে দেওয়ার জন্য। কিন্তু বিধির বাম সুচরিতা জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হল। কিন্তু প্রকৃত ভালবাসার কাছে হার মানে সব কিছুই। সেই হাসপাতালেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অমিত সুচরিতা।
ফিরে তাকানো যাক আড়াই বছর আগে। দিল্লির বাসিন্দা অমিত মুখার্জি কর্মসুত্রে দুর্গাপুরে আসেন। সেখানেই অমিতের এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় শ্যামপুরের বাসিন্দা সুরতিতা পাত্রের সাথ। আস্তে আস্তে পরিচয় বাড়ে দুইজনের। এরপরই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় একে অপরে। প্রায় আড়াই বছরের এই ভালোবাসা সম্পর্কে পর আজ ২ রা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার দিন ঠিক হয়। এরপরে হঠাৎই বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় পাত্রী সুচরিতা হেপাটাইটিসসের (জন্ডিস) আক্রান্ত। গুরুতর অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু প্রেমের সম্পর্কে এতটাই গভীর যে এই ব্যাধি তাদের বিবাহকে আটকাতে পারেনি। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে কথা বলে ২ রা মার্চ শনিবারই সন্ধ্যায় হিন্দু শাস্ত্রমতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালে ওয়ার্ডে বিয়ে করলেন এই অমিত সুচরিতা৷ বিয়েতে খুশি পাত্র-পাত্রীর পরিবার ও। সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়। হয়তো এই ভাবেই আজও জিতে যায় অনেক প্রেম, ভালোবাসা।