করোনা আবহে পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসায় রাজ্য পুলিশের ডিজিপি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২জুলাইঃ
করোনা আবহে পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশকর্মীরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে তা অবশ্যই প্রশাংসার দাবি রাখে। ভবিষ্যতে পুলিশ এভাবেই কাজ কাজ করবে বলে জানালেন রাজ্য পুলিশের ডিজিপি শ্রী বীরেন্দ্র(আইপিএস)। আজ অর্থাৎ বৃহস্পতিবার অন্ডাল থানার নতুন ভবন উদ্বোধন করলেন রাজ্য পুলিশের এই পদস্থ আধিকারিক।
প্রসঙ্গতঃ ১৯৩৪ সালে বৃটিশ আমলে অন্ডালের সকরা গ্রামে পুরোনো থানাটি তৈরি হয়েছিল। ওই গ্রামে থানাটি অবস্থিত ছিল বলে এলাকাটি থানা রোড বলেই পরিচিত সকলের কাছে। কিন্তু এই থানায় যেতে গেলে বাজার ও সরু গলির মধ্যে দিয়ে ওই থানায় পৌঁছতে হতো। ফলে সাধারন মানুষদের যেমন অতি সহজে অসুবিধা হতো থানায় পৌঁছতে তেমনি থানার কাজকর্মের ক্ষেত্রেও অসুবিধা হতো পুলিশকর্মীদের। তাই সবার সুবিধার্থে বর্তমানে ২নং জাতীয় সড়কের ধারে কাজোড়া ফ্লাইওভারের কাছে একটি নতুন ভবন নির্মান করা হয়। দোতলা এই ভবনে একদিকে যেমন পুলিশকর্মীদের থাকার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সাধারন মানুষকে পরিষেবা দিতেও সমস্য রকমের উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়। এবার থেকে থানার সমসত রকম পরিষেবা দেওয়া হবে এই নতুন ভবন থেকেই।
এদিনের অনুষ্ঠানে শ্রী বীরেন্দ্র ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন, মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে, আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি ছাড়া বিভিন্ন পুলিশ আধিকারিকরা। এদিন থানার নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি ছিল বৃক্ষরোপন ও স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন।