দুর্গাপুর ইস্পাত কারখানায় জখম কর্মীদের মধ্যে মৃত্যু হল আরো একজনের
আমার কথা, দুর্গাপুর, ১১ মার্চঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার অগ্নিদগ্ধ কর্মীদের মধ্যে আরো একজনের মৃত্যু হল। মৃতের নাম বিনয় কুমার হরিজন(২২)। তিনি ঐ কারখানায় ২৯ ফেব্রুয়ারী বিওএফ বিভাগে যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় বাকি চারজনের সাথে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ অর্থাৎ সোমবার দুপুরে বিনয়ের মৃত্যু হয়। বিনয় কাজোরার বাসিন্দা ছিলেন। দুর্গাপুর ইস্পাত কারখানায় তিনি ট্রেড অ্যাপ্রেনটিস হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গতঃ বেসিক অক্সিজেন ফার্নেসে সেদিন কনভার্টার ফুটো হয়ে গলিত লোহায় দগ্ধ হন এক আধিকারিক সহ পাঁচজন। তাদের প্রথমে ইস্পাত কাখানায় পরে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে গত ৬ মার্চ মৃত্যু হয় সর্বশিৎ ধাঙর নামে একজন ট্রেড অ্যাপ্রেন্টিসের। এরপর আজ মারা গেলেন বিনয়।
একের পর এক মৃত্যু হচ্ছে কারখানার শ্রমিকদের। এদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার এই ঘটনার পর দুজন আধিকারিককে সাসপেন্ডও করা হয়। কিন্তু সাসপেন্ড করাটা কি এই সমস্যার সমাধান? যে দুজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল কার্যত তাঁরা কি সত্যিই এই ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দায়ী? এই সব প্রশ্নই ঘুরছে এখন শ্রমিক মহলে।
এদিকে, হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(ডিএসপি ও এএসসপি শাখা) সভাপতি বিশ্বরূপ বন্দোপাধ্যায় জানান, প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী ১৩ মার্চ দুপুর আড়াইটের সময় এক বিক্ষোভ কর্মসূচী পালনের ডাক দেওয়া হয়েছে।