“দেওয়াল তুমি কার” দুর্গাপুরে দখলদারিকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূল বিজেপির মধ্যে
আমার কথা, দুর্গাপুর, ১২ মার্চ:
ভোট প্রচারে দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের আইনস্টাইনে। দেওয়ালের অধিজার নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূলের এক গোষ্ঠী।
বিজেপির রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলীর অভিযোগ, ২৯ ফেব্রুয়ারী আইনস্টাইন এলাকায় একটি দেওয়ালে তারা ভোট প্রচারে দেওয়াল লেখার জন্য দেওয়ালের মালিকের থেকে অনুমতি নিয়ে বিজেপির নামাঙ্কিত করে রেখেছিল বিজেপি। কিন্তু সোমবার তারা দেখেন সেই দেওয়াল মুছে দিয়ে সেটি দখল করে নেওয়া হয়েছে। এ বিষয়ে খোঁজ নিলে তারা জানতে পারেন এটি তৃণমূলের কাজ। পারিজাতের অভিযোগ, যে দেওয়াল লেখার জন্য তারা আগেই অনুমতি নিয়েছিল, সেই দেওয়াল তৃণমূল কি করে দখল করে নেয়? এই ঘটনার পিছনে স্থানীয় প্রাক্তন পুরমাতার হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরদিকে, এ বিষয়ে তৃণমূলের ১ নং ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, ওই দেওয়ালটিতে বরাবরই তৃণমূল লিখে আসছে। শুধু ওই দেওয়াল নয়, এলাকার সমস্ত দেওয়ালে বরাবর তৃণমূল লেখে। তাই নতুন করে দখল নেওয়ার কিছু নেই। তাছাড়া ওই দেওয়ালটি কারোর ব্যাক্তি মালিকানা নয়। ওটি ডিএসপির দেওয়াল, তাই নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার পর আর কারোর কিছু করার থাকবে না। তাছাড়া এসব ছোটখাটো ভুল অভিযোগের প্ররোচনায় তৃণমূল পা দিতে রাজী নয়।