বন্ধ হয়ে গেল এমডিও প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠান, বিতর্ক
আমারক থা, পান্ডবেশ্বর, ১২ মার্চ:
তিলাবনি কোলিয়ারির এমডিও প্রজেক্ট এর উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল। সংস্থার সিএমডি আসতে না পারার কারণেই এই সিদ্ধান্ত বলে সংস্থা সূত্রের খবর। অন্যদিকে শ্রমিক সংগঠন গুলির দাবি তাদের প্রতিবাদের কারণেই এই দিনের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থা।
বাৎসরিক ১.৮৬ মেট্রিক টন কয়লা উৎপাদনের লক্ষ্যে ই সি এল এর বাঁকোলা এরিয়ার তিলাবুনি কোলিয়ারিতে এমডিও প্রকল্পের বরাত পেয়েছে একটি বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা। দায়িত্বপ্রাপ্ত সংস্থা বেশ কয়েক মাস ধরে কয়লা উত্তোলনের জন্য পরিকাঠামো তৈরীর কাজ করছিল সেখানে। সম্প্রতি সেই কাজ সম্পূর্ণ হয়েছে। আজ মঙ্গলবার এমডিও প্রকল্পটির উদ্বোধন হওয়ার কথা ছিল। সংস্থার বাঁকোলা এরিয়া অফিস থেকে জানানো হয়েছিল মঙ্গলবার প্রকল্পটির উদ্বোধন করবেন ইসিএল এর সিএমডি সমীরন দত্ত। আজ প্রকল্প চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যারাপ বাঁধা,মঞ্চ তৈরির পাশাপাশি ব্যবস্থা করা হয় অতিথিদের জন্য বসার আয়োজন, মধ্যান্য ভোজন এর ব্যবস্থাও। অন্যদিকে উদ্বোধনের খবর পেয়ে প্রকল্প চত্বরে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে সিটু, আইএনটিইউসি, এআইসিসিটিইউ শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও সমর্থকরা, বেশ কিছু মহিলা সমর্থকও সেখানে বিক্ষোভে সামিল হন। এমডিও প্রকল্প বাতিল করার স্লোগান উঠে সেখানে। বিক্ষোভকারীরা এক সময় উদ্বোধনী অনুষ্ঠান চত্বর ও মঞ্চের দখল নিয়ে নেয়। এতে প্রকল্প এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা। বেশ কিছুক্ষণ পর অবশ্য মঞ্চ ছেড়ে সরে আসে বিক্ষোভকারীরা। কিন্তু চলতে থাকে বিক্ষোভ। বেলা দেড়টা নাগাদ বাকোলা এরিয়া আফিস সূত্রে জানা যায় উদ্বোধনী অনুষ্ঠান আজ হবে না অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সিএমডি গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত থাকায় আসতে পারছেন না সেই কারণেই উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখা হলো বলে এক আধিকারিক জানান। এই খবর জানার পরেই বিক্ষোভকারীরা প্রকল্প চত্বর ছেড়ে চলে যাই।
বিক্ষোভকারী শ্রমিক সংগঠন গুলির নেতৃত্বের পক্ষে দাবী করা হয় তাদের প্রতিবাদের কারণেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থা। সিটুর জেলা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন বিজেপি সরকার ঘুরপথে কয়লা খনি বেসরকারিকরণ করছে। এই প্রবণতা আসানসোল, রানীগঞ্জ সহ কয়লা খনি অঞ্চলের পক্ষে খুব বিপদজনক। বেসরকারীকরণের বিরুদ্ধে অন্যান্য শ্রমিক সংগঠনগুলি মিলে আমরা ধারাবাহিক আন্দোলন চালাচ্ছি। তিলাবুনি কোলিয়ারতে এমডিও প্রকল্পে বেসরকারি সংস্থা কয়লা উৎপাদনের চেষ্টা করলে তা রুখে দেওয়া হবে বলেও হুমকি দেন বংশগোপাল বাবু।