ভোটের আবহাওয়ার মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
আমার কথা, অন্ডাল, ১৪ মার্চ:
ভোটের দিন ঘোষণা না হলেও ভোট যুদ্ধে নেমে পড়েছে শাসক বিরোধী সব দলগুলিই। এরই মধ্যে উখড়া ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল এক দুষ্কৃতিকে। ধৃতের নাম প্রমোদ পাসওয়ান(৩৬)। বাঁকোলা মশান ধাওড়ার বাসিন্দা প্রমোদকে বুধবার সন্ধ্যা বেলায় বাঁকোলা কুমারডিহি রোডের উড়িয়া পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। আজ বৃহস্পতিবার ধৃত দুষ্কৃতিকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা এসিজেএম কোর্টে। ধৃত প্রমোদ এর বিরুদ্ধে বেশ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বেশ কয়েকটি থানাতে চুরি, ছিনতাই এর অভিযোগ রয়েছে। ধৃতকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।