চমকে ভরা দুর্গাপুর পুর-বাজেট, রইল প্রচুর প্রতিশ্রুতি
আমার কথা, দুর্গাপুর, ১৫ মার্চঃ
সামনেই লোকসভা ভোট আর তার আগেই পেশ করা হল দুর্গাপুর নগর নিগমের বাজেট। শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন পুরপ্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি। সাথে ২০২৩-২৪ অর্থবর্ষের আয় ব্যয়ের হিসেবও দেওয়া হয় এদিন। প্রচুর প্রতিশ্রুতিতে ভরা ২০২৪-২৫ অর্থবর্ষে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে উন্নয়ণ খাতে মোট ৮০৫ কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয়েছে। যে সকল বিষয়ে উন্নয়ণের দিকে বেশি নজর দেওয়া হবে সেগুলি হল-
১) প্রথম এবং সব থেকে বড় চমক নিজস্ব আর্থিক তহবিল থেকে অত্যাধুনিক ভেন্টিলেশনযুক্ত অ্যাম্বুলেন্স কেনা হবে।
২) দুর্গাপুরে বর সমস্যা পথ কুকুর। যার দরুন বহু মানুষ দুর্ঘতনার কবলে পড়েন প্রায়সই। সেই সমত চিন্তাভাবনা থেকে এই অর্থবর্ষে শহরে প্রায় ৫০০ পথ কুকুরের লাইগেশন ও ভ্যাক্সিনেসনের পরিকল্পনা করা হয়েছে।
৩)বিড়লা সিমেন্ট গেট থেকে দুর্গাপুর ও মায়াবাজার থেকে ওয়ারিয়ার মানা পর্যন্ত্য কংক্রিটের রাস্তা করা হবে।
৪) দুর্গাপুর নগর নিগম এলাকায় প্রায় ৩০,০০০ নতুন পথবাতি ও পুরোনো প্তহবাতি রক্ষণাবেক্ষন করা হয়েছে, এবার তার সাথে ১০০০ নতুন পথবাতির প্রস্তাব রাখা হয়েছে।
৫) দুর্গাপুর নগর নিগমের নিজস্ব গাড়ির সংখ্যা অনেকতাই বেড়ে গেছে যার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জ্বলানীর খরচও। তাই এই খরচে রাশ টানতে নগর নিগম নিজস্ব পেট্রোল পাম্প তৈরীর পরিকল্পনা নিয়েছে।
৬) ১৮ নং ওয়ার্ডের নিশানহাট এলাকায় বড় পার্কিং সহ একটি শপিং মল বানানোর পরিকল্পনা করা হচ্ছে।
৭) পলাশডিহায় কুষ্ঠ কলোনীতে ২৬টি বাড়িতে আলোর সংযোগের জন্য বাড়ির পরিকাঠমো তৈরী করতে হবে আর তার জন্য আর্থিক বরাদ্দ করা হবে ২,৯০,০০০ টাকা।
৮) দুর্গাপুর নগর নিগমে রয়েছেন ২৩১ জন স্বাস্থ্যকর্মী। চাকরী করা কালীন এদের মধ্যে কারোর যদি দুর্ঘটনায় মৃত্যু হয়, এককালীন ৫০,০০০ টাকা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
৯) দুর্গাপুর নগর নিগমের বিদ্যুতের কাজের সুবিধার জন্য আরোএকটি হাইড্রোলিক ল্যাডার কেনার প্রতাব রাখা হয়েছে।
১০) শঙ্করপুর ডামপিং গ্রাউন্ডে ৩,১৪,০০০ মেট্রিক-টন বর্জ্য জমা ছিল তা প্রসেস করে অর্ধেক কমিয়ে আনা হয়েছে। আগামী বছরের মধ্যে বাকি বর্জও কমিয়ে ফেলার হবে।
এদিন সাংবাদিক বৈঠকে চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি জানান, ভারত সরকার নিয়োজিত ‘ক্রিসিল ক্রেডিট রেটিং’ এজেন্সি দুর্গাপুর নগর নিগমকে বিবি প্লাস রেটিং দিয়েছে, যার দরুন নগর নিগম দ্বিতীয় স্থান অধিকার করেছে। অর্থাৎ কলকাতা পুরসভার পরেই দুর্গাপুর পুরসভা এই সম্মান পেয়ছে। এর দরুন দুর্গাপুর পুরসভা আর্থিক আয়ের জন্য ১০ কোটি টাকার বন্ড মার্কেটে ছাড়তে পারে।
প্রসঙ্গতঃ ২০২৩-২৪ অর্থবর্ষে আর্থিক আয় হয়েছে ৮০৫ কোটি ৮৮ লক্ষ ৩৩ হাজার টাকা, যার মধ্যে নিজস্ব খাতে আয় হয়েছে মোট ২৫০ কোটি ৭০ লক্ষ ৯৩ হাজার টাকা। বার্ষিক ব্যয়ের পরিমান ৮০১ কোটি ৮০ লক্ষ ১০ হাজার কোটি টাকা। মোট বার্ষিক লাভ হয়েছে ৪ কোটি ৮ লক্ষ ২৩ হাজার টাকা।
দুর্গাপুর নগর নিগমের এই বাজেট প্রসঙ্গে কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী কতাক্ষ করে বলেন, পুর নিগমের বোর্ড নেই, ভোট নেই, আছে শুধু গাল ভরা প্রতিশ্রুতি, আছে গিমিক। ভোট লুটের মতোই টাকা লুট করছে এই প্রশাসকমন্ডলী। পাঁচ সদস্যের দল পুরসভা সামলাচ্ছেন। কি করছেন না করছেন তা নিয়ে কাউকে জবাবদিহি করার নেই। “আই ওয়াশ” এর খেলা চলছে দুর্গাপুরে।