ভোটের প্রাক্কালে রানীগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ভিন জেলার এক যুবক সহ ২
আমার কথা, রানীগঞ্জ, ১৫ মার্চঃ
রানীগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করলো রানীগঞ্জ থানার পুলিশ। ধৃত দুই যুবকের নাম বিপিন সান বয়স ৩২ বছর, জামুরিয়া থানার কেন্দা গ্রামের বাসিন্দা ও অপরজন শিশু পাল বয়স আনুমানিক ৩০ বছর। বিহারের পাটনা জেলার বাসিন্দা। এঁদের দু’জনের কাছ থেকে একটি বন্দুক , দুটি কার্তুজ, ও একটি ভোজালি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে বেলায় রানীগঞ্জ খাটুসাম মন্দির সংলগ্ন এলাকায় মিহিরবাগ ক্যারাটে স্টেডিয়ামের কাছে ঘোরাফেরা করতে দেখা যায় ওই দুটি যুবককে। সন্দেহ হওয়ায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি মেলা। তখন তাদের তল্লাশী করলে উদ্ধার হয় ওই আগ্নেয় অস্ত্র সহ একটি ভোজালি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ কি বিষয় নিয়ে তারা এই আগ্নেয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দেখবে পুলিশ। শুক্রবার ধৃতদের যুবকদের আসানসোল আদালতে নিয়ে যাওয়া হ্য।