পরপর আগ্নেয়াস্ত্র উদ্ধার, ডুবুডি চেক পোস্টে জোর দেওয়া হল, নাকা তল্লাশিতে
আমার কথা, আসানসোল, ১৮ মার্চ:
গত শুক্রবার রানীগঞ্জে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো ভোজালি। ধৃত দুই যুবকের মধ্যে একজন জামুড়িয়ার বাসিন্দা ও অপরজন প্রতিবেশি রাজ্য ঝাড়খন্ডের। শুধু তাই নয়, গত এক সপ্তাহের মধ্যে অন্ডাল থানার দুটি ভিন্ন এলাকা থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ঝড়খন্ড বিহার থেকে অনায়াসেই সীমান্ত পেরিয়ে পশ্চিম বর্ধমান জেলায় ঢুকে পড়তে পারে দুষ্কৃতিরা। সাথে আগ্নেয়াস্ত্র নিয়ে আসাটাও এমন কিছু দু:সাধ্য ব্যাপার নয়। এদিকে ভোট প্রস্তুতি শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হল। ১৬ মার্চ ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর সেই দিন থেকে নির্বাচনী বিধিও লাগু হয়ে গিয়েছে। ফলে প্রশাসনিক ততপরতা তুঙ্গে। ভিন রাজ্য থেকে যাতে কোনো ভাবেই এই জেলায় অপরাধ সংগঠিত করা না যায় তাই কুলটি থানা এলাকার ঝাড়খন্ড বাংলা সীমান্তবর্তী ডুবডিতে ভোট ঘোষণার পরেই জোড়তোড়ভাবে নাকা তল্লাশি শুরু হল কুলটি থানা ও কুলটি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে। ঝাড়খন্ডের দিক থেকে আগত বিভিন্ন গাড়িগুলিতে তল্লাশি করা হচ্ছে।