পবিত্র খুনের তীব্র সমালোচনা মন্ত্রীর, “শম্ভূ দাস কাঁকসার শাহজাহান”-কটাক্ষ বিধায়কের
আমার কথা, কাঁকসা, ২০ মার্চঃ
কাঁকসার গোপালপুরে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার ঘটনায় তীব্র নিন্দা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন দুপুরে কাঁকসার রাজবাঁধে বেসরকারি হাসপাতালে আসেন মন্ত্রী। সেখানে ওই তৃণমূল কর্মীর পরিবারের সাথে কথা বলেন। এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ঘটনার সম্পর্কে জানা গেছে গোপালপুরের বাসিন্দা তথা তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে মঙ্গলবার রাতে শম্ভু দাস নামের এক ব্যক্তি পিটিয়ে ও পরে শ্বাসরোধ করে মারে বলে অভিযোগ। ভোরের দিকে শম্ভু দাসের বাড়ির সামনে থেকে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরেই উত্তেজিত গ্রামবাসী শম্ভু দাসের বাড়ি ভাঙচুর করে ও বাড়ির বাইরে থাকা একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায় শম্ভু দাস ও তার পরিবারের সদস্যরা। তবে পুলিশ সুত্রে জনা গিয়েছে শম্ভূ দাসের স্ত্রীর সাথে পবিত্র অবৈধ সম্পর্ক ছিল। সেই আক্রোশে হয়ত বা খুন করেছে শম্ভূ।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা ও পবিত্রর পরিবারের সদস্যরা জানিয়েছেন শম্ভু দাস এলাকায় সুদের কারবার করে। একই সাথে সে বিজেপির সাথেও যুক্ত। ফলে সুদ কারবারের ঘটনায় কিংবা রাজনৈতিক কারণেই তাকে মারধর করে থাকতে পারে, যার ফলে ওই যুবকের মৃত্যু হয়।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন এতো নৃশংশ কোনো মানুষ হয় না। বিজেপির প্রতিনিধিরা ওই এলাকায় গরম গরম কথা বলে এসেছিলেন গত কয়েকদিন আগে। সেই প্ররোচনায় পা দিয়ে এই ঘটনা কিনা তা তিনি নিশ্চিত নন। যিনি অভিযুক্ত তিনি বিজেপির অনুষ্ঠানে অর্থ সাহায্য করে থাকেন বলে এলাকার মানুষের কাছ থেকে তিনি জানতে পেরেছেন। ফলে রাজনৈতিক চক্রান্ত করেই তাদের কর্মীকে খুন করা হয়ে থাকতে পারে বলে তার অনুমা্ন।
অন্যদিকে, বিজেপি রাজ্য সম্পাদক্ তথা বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই প্রদীপ মজুমদারের মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, শম্ভূ দাস তৃণমূলের বি টিমের নেতা। প্রচুর টাকার সম্পত্তি করেছে। রাজ্যে যেখানে যা কোনো অন্যায় হচ্ছে সেটা বিজেপির নামে চালিয়ে দিচ্ছে তৃণমূল। শম্ভূ দাসের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। প্রদীপবাবুকে আমি শ্রদ্ধা রেখেই বলছি তিনি যেন না যেনে এরকম কোনো মন্তব্য না করেন। আসলে শম্ভূ দাস কাঁকসার আরেক শাহজাহান। আমি চাইছি এর যথার্থ তদন্ত হোক।