চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেফতার ভিন জেলা ও রাজ্যের দুই দুষ্কৃতি
আমার কথা, পান্ডবেশ্বর, ২০ মার্চঃ
চুরি যাওয়া বাইক উদ্ধারের পাশাপাশি অভিযোগে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই উদ্ধার হয় চুরি যাওয়া বাইক। পুলিশ সুত্রে্র খবর, কেন্দ্রা গ্রামের মেটাল ধাওড়া এলাকার বাসিন্দা বিপ্লব বাউরি ২৩ ফেব্রুয়ারী রাত ১০টা নাগাদ বাড়ির সামনে নিজের বাইকটি দাঁড় করিয়ে রেখে বাড়ির ভেতরে যান খাবার খেতে। মিনিট পনেরো পর বেরিয়ে দেখেন তাঁর বাইকটি চুরি হয়ে গেছে। তারপর পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন বিপ্লব বাবু। ঘটনার তদন্ত নেমে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। ধৃত দুজনের মধ্যে সেখ ইসহামিল বীরভূমের কাঁকড়াতলার বাসিন্দা ও শেখ আসরুল ঝাড়খণ্ডের জামতাড়া থানার নলা এলাকার বাসিন্দা। নিজেদের হেফাজতে নিয়ে দুষ্কৃতিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ চুরি যাওয়া গাড়িটির হদিস পায়। মঙ্গলবার বীরভূমের কাঁকড়াতলা থানার হরিকতলা এলাকা থেকে পুলিশ চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পান্ডবেশ্বর থানার পুলিশ। ধৃতদের বুধবার পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের এজলাসে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ধৃতদের ফের হেফাজতে নেওয়ার পুলিশী আবেদন মঞ্জুর করেন বিচারক।