হেলমেট ছাড়া বাইক যাত্রা, পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার
আমার কথা, কাঁকসা, ২০ মার্চঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে কাঁকসার দোমরায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর বুধবার সন্ধ্যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামীর সঙ্গে বাইকে চেপে ত্রিলোকচন্দ্র পুর থেকে বাড়ি ফিরছিলেন কাঁকসার পিয়ারীগঞ্জের বাসিন্দা ৫৬ বছর বয়সী শুক্লা চ্যাটার্জি। দোমরা এলাকায় রাস্তার উপরে আচমকা এক ভবঘুরে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী ওই ভবঘুরেকে ধাক্কা মারার পরেই রাস্তার উপরে পরে যান দুই জন। মাথায় হেলমেট না থাকার কারণে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে শুক্লা দেবীর। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে দ্রুত কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।