সিটিসেন্টারে স্কুলের সামনে পরিত্যক্ত স্কুটিকে ঘিরে আতঙ্ক
আমার কথ(EXCLUSIVE),দুর্গাপুর, ২১মার্চঃ
একটি স্কুটিকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুরের সিটিসেন্টার এলাকায়। স্কুটিটি কার তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সিটিসেন্টারের আম্বেদকর সরণিতে অবস্থিত একটি শিশুদের স্কুলের(প্লে স্কুল) সামনে সকাল থেকে স্কুটিটি দাঁড় করিয়ে রাখা ছিল। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা ভাবেন যে স্কুটিটি কোনো অভিভাবকের হবে। কিন্তু দীর্ঘ সময় ধরে স্কুটিটি একই ভাবে পড়ে থাকে। এমনকি স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেও বেশ কিছু ঘন্টা পেরিয়ে যায়। তারপরেও কেউ সেই স্কুটি না নিয়ে যাওয়ায় এরপর আতঙ্ক ছড়াতে শুরু করে।
স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা মজুমদার জানান, “বেশ কয়েক ঘন্টা ধরে খেয়াল করি স্কুটিটি আমার স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে ভাবি আমার স্কুলের কোনো ছাত্র বায়া ছাত্রীর অভিভাবকের হবে। কিন্তু স্কুল ছুটির পরেও কেউ সেটি নিয়ে না যাওয়ায় এরপর আশেপাশে লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও স্কুটির মালিকের কোনো সন্ধান না পেয়ে তারপর পুলিশকে খবর দিই৷ সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ খবর পাওয়ার সাথে সাথে এসে স্কুটিটি নিয়ে যায়”
তবে ভোটের প্রাক্কালে ব্যস্ততম এলাকায় ব্যস্ততার সময়ে তাও একটি বাচ্চাদের স্কুলের সামনে এভাবে একটি স্কুটিকে ঘিরে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে।