গো ব্যাক স্লোগান, কালো পতাকার মধ্যে দিয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল
আমার কথা, অন্ডাল, ২৭ মার্চ:
“নির্বাচনী হিংসা নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছি, নির্বাচনে রাজ্যপালের যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকাই পালন করব”। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বুধবার অন্ডাল বিমানবন্দরে নেমে এই কথা বললেন রাজ্যপাল সি,ভি আনন্দ বোস।
বুধবার আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যপাল সি,ভি আনন্দ বোস। এদিন কলকাতা থেকে বিশেষ এয়ারক্রাফট বিমানে ১০-টা ১৫ মিনিটে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরের বাইরে তাকে গার্ড অব ওনার দেওয়া হয়। সাড়ে ১০টা নাগাদ সড়ক পথে পাড়ি দেন আসানসোলের উদ্দেশ্যে। তার আগে বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। বলেন নির্বাচন নিয়ে বেশ কিছু হিংসার অভিযোগ এসেছে রাজভবনে আমার কাছে। সেগুলি আমি নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়েছি। অভিযোগগুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি কমিশনারের কাছে বলে জানান রাজ্যপাল। আরও বলেন নির্বাচনে রাজ্যপালের যে ভূমিকা হওয়া উচিত তিনি সেই ভূমিকাই পালন করবেন। অন্ডাল ছেড়ে আসানসোল যাওয়ার পথে কাল্লা মোড়ে রাজ্যপালের গাড়ির কনভয় লক্ষ্য করে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান বেশ কিছু তৃণমূল সমর্থক। রাজ্যপালের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতেও দেখা যায় তাদের। এদিন বিক্ষোভ কারীরা জানান রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানের জন্য কোন অনুমোদন দেওয়া হয়নি। তাও জোর পূর্বক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া এই রাজ্যপাল নিজের পছন্দ মত উপাচার্যকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে গঠন করেছেন। আজ রাজ্যপাল আসছে বলে বিশ্ববিদ্যালয় যত জায়গায় মুখ্যমন্ত্রীর নামের ফলক রয়েছে তা ঢেকে ফেলা হয়েছে। তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ বিরোধীতা করা হচ্ছে। বি,বি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিও জানান তারা। আসানসোল পৌঁছে রাজ্যপাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। বেলা ১-টা নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে আকাশপথে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন রাজ্যপাল।