‘রবীন্দ্রজ্ঞানতীর্থ’ উপাধি পেলেন দুর্গাপুরের আনন্দিতা
আমার কথা, দুর্গাপুর, ২ এপ্রিল:
সংবাদদাতা: প্রণয় রায়
দুর্গাপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আনন্দিতা রায় কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট এর সমাবর্তন অনুষ্ঠানে “রবীন্দ্রজ্ঞানতীর্থ ” উপাধিতে ভূষিত হলেন । তাঁর হাতে এই সম্মান তুলে দেন ইনস্টিটিউট এর সভাপতি শ্রীমতি সুমিতা চক্রবর্তী ও শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার। সারাবিশ্বের বহু পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন দ্বিবার্ষিক রবীন্দ্র সাহিত্য পাঠক্রমে সাফল্যের স্বীকৃতিতে এই উপাধিতে ভূষিত হলেন, আনন্দিতা রায় তাঁদের মধ্যে অন্যতম। প্রসঙ্গত উল্লেখ্য,শ্রীমতি আনন্দিতা রায় একজন সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত সঙ্গীতশিল্পী ও দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল আকাদেমীর অধ্যক্ষা।
রবীন্দ্র সঙ্গীতের প্রসারে আনন্দিতা প্রশিক্ষকের ভূমিকা পালন করা ছাড়াও দীর্ঘদিন ধরে নিরলসভাবে দুর্গাপুরে নানান সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছেন।