সগরভাঙ্গায় ভাঙ্গা রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ বামেদের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫জুলাইঃ
শিল্পাঞ্চলের বেহাল রাস্তা নিয়ে প্রতিবাদে সামিল হলেন বামেরা। খানা খন্দে ভরা জমা জলে মাছ আর কাগজের নৌকা ছেড়ে আন্দোলনে সামিল হন তাঁরা। এহেন চিত্র আজ অর্থাৎ রবিবার সকালে দেখা গেল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙ্গার বনফুল সরনিতে। এরপর সেই রাস্তার জমা জলে ছাড়া মাছ তুলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বামেদের অভিযোগ, শহরের রাস্তা বেহাল হয়ে পড়েছে, কিন্তু প্রশাসনকে বলেও কোনো ফল মেলেনি। তাই তাঁরা এই বিক্ষোভ কর্মসূচী নেন। প্রায় ঘণ্টা দেড়েক চলে এই অবরোধ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এরপর ফের দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড ঢোকার মুখে রাস্তা সংস্কারের দাবীতে রাস্তা অবরোধ শুরু হয় সিপিআইএম সহ বামপন্থী শাখা সংগঠনগুলির,হঠাৎ আন্দোলনকারীরা চলে আসে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার মেন রোডে।সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের বুঝিয়ে সুজিয়ে অবরোধ তুলে দেয়।
বাম নেতা পঙ্কজ রায় সরকার জানান,যদি এই আন্দোলনের পরও বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ না নেয় তাহলে প্রয়োজনে দুর্গাপুর জুড়ে লাগাতার আন্দোলন শুরু করবে তারা।