কলকাতা পুলিশের ভুয়ো আধিকারিক সেজে কয়লা ডিপো থেকে মোটা টাকা আদায়ের চেষ্টা
আমার কথা, আসানসোল, ৬ এপ্রিলঃ
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় কয়েকজন ব্যাক্তি নিজেদের কোলকাতা পুলিশের আধিকারিক পরিচয়ে এক কয়লা ডিপো থেকে অবৈধ ভাবে টাকা আদায়ের চেষ্টা করে। তাঁরা মা এন্টার প্রাইজ নামের এক কয়লা ডিপোর মুখ্য সচেতক তথা আইনজীবী শেখ মইনুদ্দিন জানিয়েছেন, শুক্রবার রাতে তিন জন লোক পুলিসের স্টিকার লাগানো গাড়ি করে ডিপোতে পৌঁছায় এবং পাঁচ লাখ টাকা দাবি করে। সেই সময় ওই অঞ্চলে থাকা ট্রাক চালকরা পুলিশ আধিকারিক হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তিদের ত্রিশ হাজার টাকাও দেয় চালকেরা বলে জানান। মইনুদ্দিন আরো বলেন, অভিযুক্তদের দাবি মতো অর্থ প্রথমে দিতে রাজি না হওয়ার কারনে তারা সিআইএসএফকে ডেকে পাঠানোর হুমকি দিতে থাকে। পরে এই ঘটনার খবর পেয়ে সিআইএসএফ আধিকারিকও ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। তবে ঘটনাকে কেন্দ্র করে কোলকাতা পুলিশের আধিকারিক হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তিরা নিজেদের মুখ রুমাল ও মাস্কে ঢেকে নেন এবং ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে ডিপোর মালিকের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। তাছাড়া ঐ মা তারা এন্টারপ্রাইস এর পক্ষ থেকে দাবি, তাদের সমস্ত কারবার বৈধ। তার যথেষ্ট কাগজ পত্র রয়েছে বলেও জানান।