দেওয়াল লিখন ঘিরে উত্তপ্ত তিলক, হাতাহাতি তৃণমূল-বিজেপির, দেখুন ভিডিও
আমার কথা, দুর্গাপুর, ৭ এপ্রিলঃ
যত নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে শিল্পাঞ্চল দুর্গাপুর। দেওয়ালে প্রার্থীর নাম লিখন নিয়ে প্রতিযোগিতা আর তা নিয়েই বাধছে ঝামেলা। দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর ৯ নং ওয়ার্ডে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের ঝামেলা চরমে উঠেছিল। ফের এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ইস্পাত নগরীর বি-জোনের তিলক রোড এলাকা। এখানেও সেই ঝামেলায় জড়ালো বিজেপি ও তৃণমূল।
বিজেপির পক্ষ থেকে যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, তাদের দলীয় কর্মীরা যখন দেওয়াল লিখছিল তখন ১নং ব্লক সভাপতি রাজীব ঘোষের অনুগামীরা এসে দেওয়াল লিখন মুছে দেয় সাথে তাদের হুমকিও দেয়।
এ প্রসঙ্গে রাজীব ঘোষ বলেন, “বিজেপির পক্ষ থেকে যে দেওয়ালে লেখালেখি করা হচ্ছিল সেই দেওয়ালের মালিকরা এতে আপত্তি জানাচ্ছিলেন। কিন্তু বিজেপি তাতে কর্ণপাত করে না। আমাদের দলের ছেলেরা তাতে বাধা দিলে ঝামেলার সুত্রপাত হয়।“। রাজীববাবু আরো জানান যে, “কারোর আপত্তিতে ব্যাক্তিগত দেওয়ালে দেওয়াল লিখন থিক না। অন্যান্য দেওয়ালে লিখুক না তাতে আমরা কেন আপত্তি জানাতে যাবো”।
এদিকে এই ঝামেলার প্রেক্ষিতে পারিজাত গঙ্গোপাধ্যায় বলে,”তৃনমূলের কাজই হচ্ছে আমাদের যে কোনো কাজে বাধা দেওয়া। দিচ্ছে দিক। কিন্তু প্রচুর ভোটের ব্যবধানে দিলীপ ঘোষ জিতবে। তখন আমরা এর জবাব দেবো।”
তবে এই ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষও বেধে যায়, যা থামাতে ঘটনাস্থলে পৌঁছোতে হয় পুলিশকে। দুপক্ষ থেকেই নির্বাচন কমিশ্নের কাছে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে।