মনোনয়ন জমা দিতে গিয়ে ডুগডুগি বাজিয়ে কি বললেন দিলীপ?
আমার কথা, বর্ধমান, ২৪ এপ্রিলঃ
১৩ই মে পশ্চিম বর্ধমান জেলায় হতে চলেছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। ১৮ এপ্রিল থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে শুরু হল মনোনয়ন প্রক্রিয়া। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত্য। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রের শাসক বিরোধী দুই দলের প্রার্থীরাই নিজেদের মনোনয়ন জমা দিতে শুরু করেছেন। মঙ্গলবার আসানসোল কেন্দ্রের তৃণমুল, বিজেপি ও সিপিএম এই তিনদলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করেছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দফতরে। এদিকে একই দিনে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে নিজের মনোনয়ন জমা করেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী কীর্তি আজাদ। বুধবার জমা করলেন এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে বিজেপি জিতবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। মনোনয়ন পত্র জমা দিতে এসে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
এদিন হুডখোলা গাড়িতে করে ডুগডুগি বাজাতে বাজাতে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে মানুষজন ভিড় করে। হাজার হাজার বিজেপি নেতা কর্মীরা এই মহা মিছিলে পা মেলান। হুডখোলা গাড়িতে দিলীপ ঘোষের সঙ্গী ছিলেন আরেক বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন দিলীপ ঘোষ বলেন, ‘রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ যেভাবে বাড়ি কিংবা দোকানের ছাদে ভিড় জমিয়েছেন যা দেখে আমি অভিভূত। বিজেপি যে বড় ব্যবধানে জিতবে সেটা আজকেই পরিষ্কার হয়ে গেল। আমার বাড়িতে শিবমন্দির আছে। আমার মা সকালে সেখানে অভিষেক করে এসেছে। এটা কুলদেবতার আশীর্বাদ। আমরা সামগ্রিক ভাবে লড়াই করবো। মানুষের সঙ্গে পাঁচ বছর থাকবো। আমাদের দলের কর্মীরা যুদ্ধের ঘোড়ার মতো বাজনা না বাজলে তারা ময়দানে নামে না। তারা সুযোগ খুঁজছিল। এখন তারা ময়দানে নেমেছে। দিলীপ ঘোষ রাজ্যের যে কেন্দ্রে দাঁড়াবে সেখানেই জিতবে।’