কুলটিতে মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগে তৃণমূল কর্মীদের বিক্ষোভ
আমার কথা, কুলটি, ২৭ এপ্রিলঃ
আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে প্রার্থীর সমর্থণে তৃণমুল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সভা, আর সেই সভা শুরু আগেই প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আসানসোলের কুলটির নিয়ামতপুরে কিশোর সংঘ মাঠে তৃণমূল ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে আসানসোল পৌরনিগমের ৮ নম্বর বোরো চেয়ারম্যান রবি লাল টুডু।
তাদের অভিযোগ, কুলটির নেতৃত্বকে কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি তাদের মধ্যে অনেককেই মুল মঞ্চে জায়গা দেওয়া হচ্ছে না যা তাদের প্রাপ্য। তাদের আরো অভিযোগ, মুলতঃ আসানসোল নেতৃত্ব কুলটির নেতৃত্বকে অস্বীকার করছে, গুরুত্বহীন করে দিচ্ছে। তাই তারা বাধ্য হয়ে এদিন প্রতিবাদ জানায়।
৮নং বোরো চেয়ারম্যান রবিলাল টুডু বলে, “কুলটিতে মুখ্যমন্ত্রীর জনসভার মঞ্চে কারা বসবে না বসবে সেটা কুলটির নেতৃত্বের ঠিক করা উচিত। কিন্তু তা ঠিক করছে বাইরের নেতৃত্ব। মঞ্চে তপসিলি জাতি, উপজাতির নেতারা বসছে অথচ আমি একজন কুলটির বোরো চেয়ারম্যান, কিন্তু মঞ্চে আমার জায়গা নেই। আমরা যোগ্য সম্মান চাইছি।”
মুখ্যমন্ত্রীর সভার আগেই সভাস্থলে এহেন ঘটনায় এখন বেশ অস্বস্তিতে পড়েছে ঘাস ফুল শিবির।
যদিও গোষ্ঠীড্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেন, আসানসোল পুরসভার মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি বলেন, “কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আসলে মমতা বন্দোপাধ্যায় আমাদের সকলের খুব প্রিয় ও জনপ্রিয় নেত্রী। সবাই তাঁকে ভালবাসে। সকলেই চায় তাঁকে কাছে থেকে দেখতে।”