কুলটির সভামঞ্চ থেকে এক লক্ষ যুবক যুবতীর চাকরীর ঘোষণা মুখ্যমন্ত্রীর
আমার কথা, আসানসোল, ২৭ এপ্রিলঃ
একদিকে যখন প্রায় ২৬ হাজার শিক্ষক কর্মহীন হয়ে পড়েছেন তখন অন্যদিকে এক লক্ষ বেকার যুবক যুবতীর চাকরীর প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়। আজ শনিবার আসানসোল কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটি ও আসানসোলে দুটি জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো। সেই সভামঞ্চ থেকে এদিন তিনি বলেন, এই আসানসোলে সেল গ্যাসের সন্ধানে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। লোকাল ছেলে-মেয়েরা চাকরি পাবেন, পাশেই দেউচা-পাঁচমি। ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। ১ লক্ষ ছেলে-মেয়ে চাকরি পাবে”
এদিন মমতা একাধিক ইস্যুতে বিজেপি সহ মোদি ও কেন্দ্র সরকারকে এক হাত নেন। বলেন, প্রধানমন্ত্রী খালি মিথ্যে কথা বলেন। খালি বাংলার বদনাম করেন। মানুষকে দেশ থেকে তাড়ানোই হচ্ছে মোদির লক্ষ্য। বিজেপি দেশ, জাতি, ধর্ম বিক্রি করে দিচ্ছে। তাই দিল্লি থেকে বিজেপি সরলে তবেই দেশ রক্ষা পাবে।
এদিন তাঁর তোপ থেকে বাদ যাননি আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আহলুওয়ালিয়াও। মমতার অভিযোগ, ২০১৯ সালে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জেতার জন্য তিনি অনেক টাকা খরচ করেছিলেন। জিতে ত্যরাপর আর তাঁর দেখা পাওয়া যায়নি। এবার এখানে জেতার জন্যও একইভাবে চেষ্টা করছেন। এরপর তিনি আহলুওয়ালিয়ার উদ্দেশ্যে প্রশ্ন করেন যে, “যখন আপনার দলের নেতা শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলল, তখন আপনি শিখ হয়ে কেন প্রতিবাদ করেননি?
এছাড়াও এদিন তিনি সন্দেশখালির অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ তুলে বলেন, “অস্ত্রগুলি আগে থেকে ওখানে রাখা ছিল নাকি ওগুলো নিয়ে গিয়ে লোক দেখানোর জন্য উদ্ধার করা হয়েছে। সিবিআই, এনএসজি গাড়ি নিয়ে গিয়ে সেই অস্ত্র সাজিয়ে রাখেনি যে তার কি প্রমাণ আছে?
এদিন গরমকে উপেক্ষা করে উপচে পড়েছিল জনতা। লোকসভা ভোটের আগে এই প্রথমবার এত বড় মাপের একটি সভা হল। মমতার এই সভা দিয়েই আসানসোলের ভোট প্রচারে গতি বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।