তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতে গ্রামের কোনায় কোনায় উপচে পড়া ভিড়
আমার কথা, পান্ডবেশ্বর, ৩০ এপ্রিল:
ভোটের উত্তাপের কাছে প্রকৃতির উত্তাপ যেন হার মেনেছে। অন্তত আসানসোল কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থীর রোড শো সেই ঈঙ্গিতই করছে। হাতে গোনা মাত্র আর দশ দিন বাকি। দিন যত কমে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তেজনার পারদ।
তিনি এলেন, দেখলেন, জয় করলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার রোড শো-তে দেখা গেল এমনই চিত্র। কয়েক হাজার কর্মী সমর্থক প্রার্থীর সাথে রোড শো তে হাঁটলেন। আসা যাওয়ার পথের প্রার্থীকে দেখতে উপচে পড়লো জনতার ভিড়।
মঙ্গলবার, পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ইছাপুর সহ বিভিন্ন গ্রাম রীতিমতো চষে ফেললেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। একটি হুড খোলা গাড়িতে প্রার্থী যখন আ
ইছাপুরের আমলকা, বাঙ্গুরী, ইছাপুর গ্রামগুলিতে পৌঁছোন তখন বলিউডের এই স্টার প্রার্থীকে দেখতে উপচে পড়ে ভিড়৷
এদিন রোড শো করে প্রতাপপুর বাসস্ট্যান্ডে এক বিশাল জনসভারও আয়োজন করা হয়। সেই জনসভায় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সভাপতি শতদ্বীপ ঘটক, জেলার সাধারন সম্পাদক সুজিত মুখার্জি।
জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “গতবার পান্ডবেশ্বর বিধানসভা জুড়ে জয়ের মার্জিন ছিল অনেকটাই। এবারে সেই মার্জিন আরো বাড়বে। কারন এই বিধানসভা এলাকার বাসিন্দাদের পাশে আমাদের নেতৃত্বরা সব সময় রয়েছে। তাই ভোট বলে আলাদা করে কোনো প্রচারের দরকার নেই।”