সিটি সেন্টারে পর পর দুটি বাড়িতে চুরি, আতঙ্কিত বাসিন্দারা
আমার কথা, দুর্গাপুর, ৫মেঃ
পর পর দুটি বাড়িতে একই কায়দায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো দুর্গাপুর শিল্পাঞ্চলে। চুরি গেছে সোনা, রূপোর গয়না সহ নগদ অর্থ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
দুর্গাপুরের সিটিসেন্টারের অম্বুজার ২৩নং স্ট্রিটের ৪নং ও ৮ নং বাড়ির বাসিন্দা রুনা দাস ও অনিল কুমার ঘোষ জানান, আজ অর্থাৎ রবিবার সকালে তাঁরা ঘুম থেকে উঠে দেখেন একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। এরপর বাড়ির পিছন দিকে গিয়ে দেখেন জানলা ভাঙা আর গ্রিল খোলা। ঘরে ঢুকে দেখেন ঘরের ভিতর রীতিমতো তান্ডব চালিয়েছে দুষ্কৃতিরা। লন্ডভন্ড করে দিয়ে গেছে সব কিছু। সাথে লমারির লক ভেঙ্গে সোনার গয়না ও নগদ অর্থ চুরি করে নিয়ে গিয়েছে। দুই বাড়ি থেকে চুরি গিয়েছে দেড় লক্ষ টাকা নগদ ও ২০ ভরি সোনার অলঙ্কার। খবর দেওয়া হয় পুলিশকে। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ বাড়ি দুটিতে গিয়ে সব কিছু খতিয়ে দেখে অভিযোগ দায়ের করে নেয়।
২৩/৪নং বারির বাসিন্দা রুনা দাস জানান, তাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তাতে দেখা গিয়েছে মুখ বাধা চারজন ব্যাক্তি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে।
এদিকে, একই কায়দায় পর পর এভাবে দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। তাঁরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও অভিযোগ করছেন।