দুর্গাপুরে নির্মীয়মান বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু নির্মানকর্মীর
আমার কথা, দুর্গাপুর, ৭ মেঃ
নির্মীয়মান বহুতল আবাসনে কাজ করার সময় মৃত্যু হল এক নির্মানকর্মীর। ঘটনাটি ঘটেছে কাঁকসার কালীগঞ্জে। মৃত ওই কর্মীর নাম সোম সোরেন(৩২)। ক্ষতিপূরণের দাবিতে প্রোমোটারের দপ্তর ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও পরিজনেরা।
আউশগ্রামের লোহারকোন্দার বাসিন্দা কালীগঞ্জে একটি বহুতল আবাসনের নির্মান কাজ করছিলেন। মঙ্গলবার ন’তলার উপর কাজ করছিলেন। বিকেলের দিকে আচমকাই মালবাহী লিফটে ধাক্কা লেগে সোজা নিচে পড়ে যান। মৃত নির্মাণ কর্মীর এক আত্মীয় সোম মাড্ডি অভিযোগ তোলেন,”তাঁদের জানানো হয়েছিল ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে সোমের। তারা এসে জানতে পারেন যে লিফটের ধাক্কায় ছাদ দেখে পড়ে মৃত্যু হয়েছে। কোন নিরাপত্তা না থাকার জন্যই এই ধরনের দুর্ঘটনা। ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ আর কাজ দিতে হবে। এবং পরবর্তীতে কোন শ্রমিকের মৃত্যু হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন।”
পার্শ্ববর্তী আবাসনের বাসিন্দা সুতপা বোসের অভিযোগ,”শ্রমিকরা কাজ করে কিন্তু তাদের কোন নিরাপত্তা নেই। সোমবার বিকেলেও কাজ করতে করতে ন’তলা থেকে মালবাহী লিফটের ধাক্কায় পড়ে যায় ওই কর্মী। চোখের সামনে মৃত্যু দেখে তাঁরা আতঙ্কিত। এইভাবে কাজ হতে থাকায় তাদের আবাসনেও বালি পাথর ঢুকে যায়। একাধিকবার প্রোমোটারদের জানানো সত্বেও কোন ব্যবস্থা নেয় না।
মৃত নির্মাণ কর্মীর এক আত্মীয় সোম মাড্ডি অভিযোগ তোলেন,”তাঁদের জানানো হয়েছিল ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে সোমের। তারা এসে জানতে পারেন যে লিফটের ধাক্কায় ছাদ দেখে পড়ে মৃত্যু হয়েছে। কোন নিরাপত্তা না থাকার জন্যই এই ধরনের দুর্ঘটনা। ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ আর কাজ দিতে হবে। এবং পরবর্তীতে কোন শ্রমিকের মৃত্যু হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন।”