‘বালি কারবারই তৃণমূলের বড় সম্পদ’, বুদবুদের জনসভা থেকে কটাক্ষ শুভেন্দুর
আমার কথা, বুদবুদ, ৭ মে:
পুরুলিয়ার সভাতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে ভাষা মুখে আনা যায় না সেই ভাষায় অসম্মান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখমতী তারা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেন কারণ দিলীপ ঘোষের নেতৃত্বে নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায় কে হারিয়ে ব্যাক টু দা প্যাভেলিয়ানে পাঠিয়ে দিয়েছি। আজ রাত আটটা নাগাদ বুদবুদে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এমনই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী যখন নাগরিকত্ব দিতে চাইছেন তখন নাগরিকত্ব ইস্যু নিয়ে প্রতিবাদ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি হিন্দুদের বিরোধিতা করছেন। তিনি পশ্চিমবঙ্গকে আর একটা দেশ বানাতে চান। এদিন তিনি সভামঞ্চ থেকে বলেন বালির কারবারই হলো তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। নদী থেকে বালি তুলে ফাঁক করে দিচ্ছে এই তৃণমূল। বুদবুদ ও আশেপাশের এলাকা থেকে সমস্ত নদী থেকে বালি তোলার ফলে বালির অস্তিত্ব হারিয়ে ফেলছে। এখানকার মাফিয়া রা যাদের বালিঘাটের লিজ শেষ হয়ে গেছে তারাও গাড়ি প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহারায় ভাইপোর কাছে তুলে দিচ্ছে।