ভোট পাওয়ার জন্য বিজেপি অনেক নিচে নামতে পারে: রাজন্যা
আমার কথা, লাউদোহা, ৯ মে:
আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে প্রচার করলেন যুব তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। এদিন সন্ধ্যা বেলায় মাধাইপুর কোলিয়ারি থেকে মাদারবনি পর্যন্ত হুড খোলা গাড়িতে চড়ে তিনি রোড শোতে অংশ নেন। বর্ণাঢ্য রোড শোতে যেমন ছিল ঘোড়া, ঢাকি, কীর্তনের দল তেমনি রোড শোতে পা মেলান কয়েক হাজার কর্মী সমর্থক। লক্ষীর ভান্ডার প্রতিকৃতি হাতে নিয়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যুবনেত্রীকে দেখতে প্রায় সাড়ে চার কিলোমিটার যাত্রাপথের বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল অসংখ্য স্থানীয় মানুষ। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান এদিনের রোড শো কর্মসূচিতে সাত হাজার মানুষ অংশ নিয়েছেন। রাজন্যা হালদার বলেন আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার জয় নিশ্চিত। এই দিনের ভিড় তার প্রমাণ। সন্দেশখালি কান্ড প্রসঙ্গে রাজন্যা বলেন ভোট পাওয়ার জন্য বিজেপি কত নিচে নামতে পারে এটা তার প্রমান। নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য বিজেপি মহিলাদের সম্মান বিক্রি করেছে। মহিলাদের ধর্ষণ নির্যাতন নিয়ে বিজেপি নেতৃত্ব যে মিথ্যা চিত্রনাট্য তৈরি করেছিল ভিডিওতে স্থানীয় বিজেপি নেতার স্বীকারোক্তি তার বড় প্রমাণ। বাংলার মহিলারা এই বিজেপিকে কোনদিন ক্ষমা করবে না।