শেষ লগ্নে চমক, দুর্গাপুরে সুপারস্টার দেবের রোড-শোতে ভক্তদের উপচে পড়া ভিড়
আমার কথা, দুর্গাপুর, ১০ মেঃ
প্রচারের শেষ লগ্নে শিল্পাঞ্চল দুর্গাপুরে ঝড় তুলে দিয়ে গেলেন চিত্র তারকা দেব। তৃনমুল প্রার্থী কীর্তি আজাদের সমর্থণে শুক্রবার রোড শো করলেন তিনি। তাঁকে দেখতে উপচে পড়েছিল ভিড়।
আগামী পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান এই দুই জেলার লোকসভা কেন্দ্রগুলিতে রয়েছে তৃতীয় দফার নির্বাচন। আর এই নির্বাচনের প্রচারের শেষ দিন আগামীকাল অর্থাৎ ১১ মে। প্রচারের শেষ লগ্নে এসে দুর্গাপুর কাঁপিয়ে দিয়ে গেলেন সুপারস্টার দেব। বৃহস্পতিবারই তাঁর প্রচারে আসার কথা ছিল দুর্গাপুরে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারনে শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। দেবের আগমন বার্তা তার আগেই ছড়িয়ে পড়েছিল দুর্গাপুর ইস্পাত নগরীতে। তাই দেবকে কাছ থেকে দেখতে বেশ কয়েক ঘন্টা আগে থেকে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন দেবভক্তরা। যেহেতু গতকাল ঝড় বৃষ্টির কারনে দেব আসতে না পারায় তাঁরা ফিরে যান ভগ্ন মনরথে আর সেই বার্তা পৌঁছোয় দেবের কানে। তাই আজ শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী দুর্গাপুরে রোড-শোতে অংশ নিলেন দেব, বলে জানান এই টলিউড তারকা তথা ঘাটালের বিদায়ী সাংসদ।
এদিন দুর্গাপুর ইস্পাত নগরীর নিউটন জেসি বোস রোটারি থেকে রঘুনাথপুর সম্মেলনী ময়দান পর্যন্ত রোড শো হয়। রোড-শোতে দেবের সাথে মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন। হুড খোলা গাড়িতে চড়ে প্রায় ৪ কিলোমিটার পাড়ি দেন দেব। রাস্তার দু’পাশে দেব ভক্তদের ব্যাপক ভিড় হয়। দেব’কে দেখার অপেক্ষায় রোড শো শুরু হওয়ার তিন ঘন্টা আগের থেকে দেব ভক্তরা অপেক্ষা করছিলেন।
রোড-শো শেষ করে দেব বলেন, “যেভাবে মানুষজনের সাড়া পেলাম তাছাড়া এখানের তৃণমূল কর্মীরা যেভাবে দিনরাত এক করে লড়ছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এভাবে বর্ধমান-দুর্গাপুর এই আসটিতে তৃণমূলই জিতবে আর দিলীপ ঘোষকে মেদিনীপুরেই ফিরে যেতে হবে”।