আসানসোলে প্রচারে এসে বিজেপি প্রার্থীকে কটাক্ষ অভিষেকের
আমার কথা, আসানসোল, ১০ মেঃ
আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থণে প্রচারে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধায়। শুক্রবার আসানসোলে রোড় শো করেন অভিষেক। এদিনের রোড শো থেকে বিজেপি সহ আসানসোলের বিজেপি প্রার্থীকে এক হাত নেন তিনি।
১৩ মে আসানসোল কেন্দ্রে নির্বাচন। আগামীকাল অর্থাৎ শনিবার এই কেন্দ্রের প্রচারের শেষদিন। প্রচারের অন্তিমলগ্নে আসানসোলে শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার সারলেন অভিষেক বন্দোপাধ্যায়। এদিন আসানসোলে প্রচারে এসে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিকে কটাক্ষ করেন তিনি। বলেন, “দার্জিলিংয়ে তিনি প্রথমবার জেতেন, কিন্তু তারপর পাঁচ বছর তাঁকে আর দার্জিলিংয়ে দেখা যায়নি। তাই দল তাঁকে সোজা এনে দাঁড় করালো বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। এখানে জিতেও তিনি কাজ করেননি। তাই এবার তাঁকে আসানসোলে প্রার্থী করা হল। আসানসোল হল সীমান্ত এলাকা। সীমান্ত পার করলেই ঝাড়খন্ড। এরপর বাংলার মানুষ তাঁকে বাংলা পার করিয়ে দেবে”।
তিনি আরো বলেন “দার্জিলিং দিয়ে আহলুওয়ালিয়ার রাজনৈতিক জীবন শুরু এই রাজ্যে আর শেষ হবে আসানসোলে। সারা বছর কাজ করেন না তিনি, আর ভোটের আগে টাকা দিয়ে ভোট কিনতে চান উনি। আমি বলবো টাকা দিলে টাকা নিয়ে নেবেন, কারন ওই টাকা আপনাদের টাকা, কিন্তু ভোট দেবেন না ওনাকে। যে যেধরনের ভাষা বোঝে তাঁকে সেই ভাষাতেই জবাব দেবেন”।
এদিন প্রায় সাড়ে তিনটে নাগাদ আসানসোল জিটি রোডের উষাগ্রাম থেকে সিটি বাসস্ট্যান্ড পর্য্যন্ত রোড শো করেন অভিষেক। উপস্থিত ছিলেন প্রাথী শত্রুঘন সিনহা, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। অভিষেকের রোড-শোতে এদিন নেমে ছিল জনতার ঢল।