অবশেষে আদালতে ‘আত্মসমর্পণ’ কয়লা পাচার কান্ডে অভিযুক্ত ‘লালা’
আমার কথা, আসানসোল, ১৪ মেঃ
নির্বাচনী আবহাওয়ায় আত্মসমর্পণ করলেন কয়লা পাচার কান্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। জামিনের আর্জি নিয়ে মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আসানসোল বিশেষ সিবিআই আদালতে শুনানির পরে তাকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বলে জানালেন লালার আইনজীবী অভিষেক মুখার্জি। এতদিন সুপ্রিম কোর্টের রক্ষাকবচে ছিলেন তিনি। অর্থাৎ তাঁকে সিবিআই গ্রেফতার করতে পারবে না। আগামী ২১ মে এই মামলার অন্তিম চার্জশিট পেশ করতে পারবে সিবিআই, আর তারপরেই শুরু হবে ট্রায়াল, এমনটাই নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।
প্রসঙ্গতঃ ২০২০ সালে সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। লালার বাড়ি, অফিসে তল্লাশী চালানো হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে। এই কয়লা পাচার মামলায় লালার একাধিক সঙ্গী ও অবসরপ্রাপ্ত ইসিএলের আধিকারিকরা গ্রেফতার হয়েছিলেন। তবে, বলতে গেলে সবাই এখন জামিনে বাইরে আছেন।
এদিকে, সিবিআই আদালতে প্রশ্ন তুলে বলেছে যে লালাকে জিজ্ঞাসাবাদ না করলে কয়লা মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা কিভাবে সম্ভব?
বিচারক সিবিআইকে বলেছেন, গ্রেফতারের ক্ষেত্রে লালার রক্ষাকবচ রয়েছে৷ তবে তাকে জিজ্ঞাসাবাদে কোনও বাধা নেই। জেরার বিষয়ে আদালতের নির্দেশ পাওয়ার পর লালার খোঁজ শুরু করে সিবিআই। তবে তদন্তকারীরা লালার বাড়িতে গিয়ে তাকে পাননি বলে সূত্রের খবর।