দুর্গাপুরে মমতা ও অভিষেকের ছবিতে গোবর, বিজেপির কাজ বলে অভিযোগ তৃণমূলের
আমার কথা, দুর্গাপুর, ১৭ মেঃ
১৩ মে চতুর্থ দফার ভোট হয়ে গেল পশ্চিম বর্ধমান জেলায়। ভোটের দিন পেরিয়ে গেলেও ভোটের হিংসা যেন শেষ হচ্ছে না শিল্পাঞ্চল দুর্গাপুরে। শুক্রবার তৃণমূলের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীর সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের ছবিতে গোবর লেপে দিয়ে গেছে কেউ বা কারা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২১নং ওয়ার্ডের রাঁচী কলোনীতে, আর এই বিষয়টি নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে।
তৃণমূলের জেলার সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “এটা বিজেপির কাজ। ওরা বুঝতে পেরেছে যে দিলীপ ঘোষ বিপুল ভোটে হারবেন। নিজেদের হার বুঝতে পেরেই এই নোংরামো করেছে বিজেপি। কিন্তু এভাবে কালিমালিপ্ত করা যাবে না। মানুষ বিজেপিকে চায় না। আমাদের দলনেত্রীকেই চায় বাংলার মানুষ।”
অপরদিকে, বিজেপির পক্ষ থেকে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির এসবের প্রয়োজন পরে না।”