দুর্গাপুরে কলেজের মধ্যে আসামাজিক কাজকর্মের অভিযোগ, প্রতিবাদ করায় মারধর
আমার কথা, দুর্গাপুর, ১৮ মেঃ
দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের তৃতীয় বর্ষের ছাত্রদের মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তিনজন ছাত্র, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মাইকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সেখ মইউদ্দিন জানান, শুক্রবার যুব তৃণমূল কংগ্রেসের জেলার সহ সভাপতি ইমরান খানের নেতৃত্বে তাঁর অনুগামীরা সেখ মইউদ্দিন সহ কয়েকজন ছাত্রের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাদের কলেজের একটি রুমে বন্দী করে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। চারজন ছাত্র জখম হন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক। তাঁর মাথায় গুরুতর চোট লাগে।
এই হামলার কারন হিসেবে মইউদ্দিন জানান, মাইকেল কলেজে ইমরান খান অনেক অসামাজিক কাজকর্ম চালান। যার দরুন কলেজের পরিবেশ ও পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এর প্রতিবাদ করাতেই মইউদ্দিন সহ ছাত্রদের উপর এই হামলা বলে অভিযোগ।
তিনি আরো অভিযোগ করেন, পুরো বিষয়টি কলেজের প্রিন্সিপালকে জানানোর পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ইমরান খান। তিনি বলেন, সম্পুর্ণ ভিত্তিহীন অভিযোগ। কলেজে খেলাধূলা নিয়ে ঝামেলা হয়েছিল। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। এটি বিরোধীদের চক্রান্ত।
এই ঘটনাকে ঘিরে এখন থমথমে পরিবেশ রয়েছে কলেজ চত্বরে।