পাতকুয়োর ভিতর বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই শ্রমিকের
আমার কথা, রানীগঞ্জ, ২৫ মেঃ
কুয়োর ভিতর বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হল দু’জন শ্রমিকের। অসুস্থ হয়ে দীর্ঘক্ষণ তারা কুয়োর ভিতর আটকে থাকে। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার ৩ নং কুনুস্তোরিয়া কোলিয়ারি অঞ্চলে শনিবার কুয়ো কাটতে নেমে কুয়োর ভিতর বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হল রতন কোঁড়া (২৫) ও গোপী কোঁড়া (২৫) নামে দু’জন শ্রমিকের। স্থানীয় একটি নির্মাণীয় ওয়ার্কশপে কয়েকদিন ধরেই চলছিল কুঁয়ো কাটার কাজ। এই কাজে যুক্ত ছিলেন রামবাগান কোঁড়া পাড়ার বাসিন্দা রতন কোঁড়া ও গোপি কোঁড়া সহ আরও কয়েকজন দিন মজুর।
ওই কাজের সঙ্গে যুক্ত থাকা দুই যুবক জানিয়েছেন তারা অন্য দিনের মতো শনিবারও ওই কুয়ো কাটার জন্য সকাল সকাল এসেছিল। এরপরই ওই দুই যুবক এর একজন প্রথমে ওই কুয়োর মুখে নামতে গেলেই সেই সংজ্ঞাহীন হয়ে পড়ে, বিষয়টি লক্ষ্য করে অন্য যুবক তাকে উদ্ধার করতে গেলে সেও সংজ্ঞাহীন হয়ে কুয়োর ভেতরেই দুজনে আটকে পড়ে। এই বিষয়টির লক্ষ্য করে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে উপরে থাকা অপর সঙ্গী সাথীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঞ্জাবি মোর ফাঁড়ির পুলিশ। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য ডাকা হয় দমকল বাহিনী ও ইসিএলের উদ্ধারকারী দলকে। উদ্ধারের কাজ শুরুর আগে কুয়োর গভীরে একটি হ্যারিকেন জ্বালিয়ে তা নিচে নামানো হয়। হ্যারিকানের আলো নিভে যায়। এ থেকে উদ্ধারকারীরা নিশ্চিত হন কুয়োর নিচে ছড়িয়ে রয়েছে বিষাক্ত গ্যাস। সেই গ্যাসে অসুস্থ হয়ে আটকে পড়ে রয়েছে দুই শ্রমিক। বেলা দেড়টা নাগাদ উদ্ধারকারীরা কুয়োর ভিতর থেকে একজন শ্রমিককে উদ্ধার করে উপরে নিয়ে আসে। দ্বিতীয় জনকে উদ্ধার করা হয় দুপুর আড়াইটা নাগাদ। উদ্ধারের পর তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবরে এলাকায় নেমেছে শোকের ছায়া।