দুর্গাপুর থেকে অপহৃত নাবালিকা উদ্ধার উত্তরপ্রদেশ থেকে
আমার কথা, দুর্গাপুর, ২৮ মেঃ
(EXCLUSIVE) অপহৃত নাবালিকাকে উদ্ধার করলো দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়ির পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। অপহরনের অভিযোগ আনা হয়েছিল নাবালিকার পরিবারের তরফে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৪ তারিখে দুর্গাপুরের ধুনরা প্লটের বাসিন্দা ষোলো বছরের ওই নাবালিকা দুপুর ২টো ৩০ নাগাদ বাজারের জন্য একাই বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন নাবালিকার বাবা মা। সন্ধ্যে পর্যন্ত্য চারিদিকে খোঁজ করেও সন্ধান না মেলায় এরপর এ-জোন ফাঁড়িতে অপহরনের লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর নানা সুত্র মারফত সাথে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে নাবালিকার সন্ধান পায় পুলিশ। উত্তরপ্রদেশের মদনাপুর থানার অন্তর্গত সাহাজাহানপুরে একটি গ্রামে নাবালিকার সন্ধান মেলে। দুর্গাপুর থানার পুলিশ মদনাপুর থানার পুলিশের সাথে যোগাযোগ করে নাবালিকাকে সেই গ্রাম থেকে উদ্ধার করে দুর্গাপুরে নিয়ে আসে সোমবার। যদিও অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাঁর সন্ধানও চালাচ্ছে পুলিশ।