সিটিসেন্টারে বিপণন কেন্দ্রে কর্মীদের ধর্ণা অব্যাহত, ব্যাহত বিক্রি বাট্টা
আমার কথা, দুর্গাপুর, ২৮মেঃ
অনত্র বদলির নির্দেশের প্রতিবাদে ধর্ণায় বসেছেন দুর্গাপুরে সিটিসেন্টারের একটি বিপণন কেন্দ্রের কর্মীরা আর এই অবস্থান বিক্ষোভের জেরে পাঁচ দিন ধরে বন্ধ বেনা কেনা। বিক্ষোভকারীদের দাবি তাদের অন্যত্র বদলি করা যাবে না। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথাও বলা হয়েছে তৃণমুলের পক্ষ থেকে। তবে এখনো কোনো সুমাধান মেলেনি বলে জানা গিয়েছে।
সিটিসেন্টারের ওই বিপণন কেন্দ্রটিতে কাজ করেন প্রায় দুশোর ওপর কর্মী। সম্প্রতি এই জেলায় হয়ে গেল নির্বাচন আর সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থণে ভোট প্রচারে গিয়েছিলেন ওই বিপণন কেন্দ্রের কর্মীরা। আর তারপরেই তাদের অন্যত্র বদলির নির্দেশ দেয় কর্তৃপক্ষ বলে তাদের অভিযোগ। এই বিষয়ে তাঁরা তৃণমূল নেতৃত্বকে জানিয়ে ছিলেন। বিষয়টি জানার পর মন্ত্রী মলয় ঘটক থকে শুরু করে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষ থেকে দফায় দফায় কর্তৃপক্ষের সাথে কথা বলা হলেও এখনো কোনো সমাধান সুত্র বের হয়নি।
এদিকে এই বিক্ষোভ আজ পাঁচ দিনে পড়লো। ২০১১ সাল থেকে তারা এই শপিং মলেই কাজ করে চলেছেন এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিলে সমস্যায় পড়বেন ।তারা মূলত ২০২২ সালে কোম্পানিটি অন্য একটি কোম্পানির অন্তর্ভুক্ত হয় তার পর থেকে প্রাক্তন কর্মীদের প্রতি বিভিন্ন রকম মানসিক অত্যাচার চলছে বলেই জানান কর্মরত কর্মচারীরা এই মুহূর্তে তাদের দাবি তাদেরকে অন্যত্র সরানো চলবে না তারা দুর্গাপুরে সিটি সেন্টারের এই শপিংমলেই কর্মরত থাকবেন। তাদের দাবি না মানা হলে এই ধর্ণা চলবে বলে জানান তারা।
অপরদিকে, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “কর্তৃপক্ষ এদের সাথে অন্যায় করছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যারা বদলি চান না তাদের এখানেই কাজে বহাল রাখতে হবে। যদি সেটা করতৃপক্ষ না মানে তাহলে আমরাও বড় আন্দোলনে যাবো। এই সংস্থার যত জায়গায় শাখা আছে সব জায়গাতেই আমরা ধর্ণা আন্দোলনে নামবো।”