অভিযোগ পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন সুপারভাইজার
আমার কথা, অন্ডাল, ২৮ মে:
মদনপুর গ্রাম পঞ্চায়েতের ধান্ডাডিহি ডাঙ্গালপাড়ার ৬৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার সেন্টার পরিদর্শন করেন সুপারভাইজার পাভেল রাই। স্থানীয়দের অভিযোগ সিডিপিওকে জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য সোমবার ধান্ডাডিহি গ্রামের ডাঙ্গাল পাড়ার ৬৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন অনিয়ম এর অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয়দের একাংশ। তারা অভিযোগ করেন প্রতি শনিবার অন্যান্য সেন্টার খোলা থাকলেও ৬৫ নম্বর সেন্টারটি বন্ধ থাকে। পড়াশোনা নিয়মিত হয় না নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। যদিও গতকাল সমস্ত অভিযোগ অস্বীকার করেন সেন্টারের শিক্ষিকা শ্যামলী মিশ্র। স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার সেন্টারে যান সংশ্লিষ্ট দপ্তরের সুপারভাইজার পাভেল রাই ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। তারা স্থানীয়দের অভিযোগ শোনার পাশাপাশি সেন্টারের শিক্ষিকার সাথেও কথা বলেন।
পাভেল রাই জানান সব পক্ষের সাথে কথা বললাম। সিডিপিওর কাছে রিপোর্ট জমা দেবো।
গ্রামবাসীদের পক্ষে অজয় পাত্র বলেন কেন্দ্রটি পরিচালনার জন্য চারজনের বেনিফিসারি কমিটি রয়েছে। কমিটির বৈঠক ডেকে কেন্দ্রটির ঘাটতি গুলো নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছি আমরা। অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।