বেআইনি লটারি ব্যবসার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ৩
আমার কথা, দুর্গাপুর, ৩০ মেঃ
বেআইনি লটারি খেলার সাথে যুক্ত থাকার অভিযোগে পাণ্ডবেশ্বর এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার কোর্টে পেশ করা হলে ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বেশ কিছুদিন ধরেই খনি এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি লটারির ব্যবসা। বৈধ টিকিটের আড়ালেই এই অবৈধ লটারির টিকিট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। মূলত এইসব টিকিট গুলি ঝাড়খন্ড ও বিহার থেকে ছাপা ও খেলাটি নিয়ন্ত্রিত হয়। বিষয়টির উপর বেশ কিছুদিন ধরে নজর রাখছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। বুধবার রাতে তারা পাণ্ডবেশ্বর এলাকায় অভিযান চালায়। বেআইনি লটারি খেলার সাথে যুক্ত থাকার অভিযোগে শচীন যাদব, রোশন বর্ণওয়াল ও ফুলচন্দ রুইদাস নামে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনকে বৃহস্পতিবার পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃতদের হেফাজতের আবেদন জানাই পুলিশ । বিচারক তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তা জানা সম্ভব হবে বলে আশা তদন্তকারীদের।