বালির গাড়ির চাকায় পিষ্ট কিশোরী, পুলিশ জনতার খন্ডযুদ্ধ
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৩১ মে:
কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে বালি বোঝাই লরির ধাক্কায় কিশোরীর মৃত্যু। ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানার চাতরা মোড় এলাকায়। কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ ও এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় কিশোরীর মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফে বারবারে আশ্বাস দেওয়ার পরেও অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বিষ্ণুপুরের দিক থেকে সাইকেলে চড়ে পান্না গ্রামের বছর সতেরোর শ্রাবন্তী মণ্ডল কম্পিউটার ক্লাস থেকে বাড়িতে ফিরছিল। জয়পুর থানার চাতরা মোড়ের কাছে আচমকাই উল্টো দিক থেকে যাওয়া একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নাকের ডগা দিয়ে প্রায় প্রতিদিন ওভারলোডিং বালি বোঝাই গাড়ি যাতায়াত করে। সব দেখেও কেন প্রশাসন চুপ করে থাকে? ক্ষুব্ধ এলাকাবাসীরা মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি ওঠে। একইসঙ্গে এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ছাত্রীর মৃতদেহ কোতুলপুর বিষ্ণুপুর রাস্তায় ফেলে রেখে চল অবরোধ। বিক্ষোভ চলে প্রায় ২ ঘন্টা। এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছে। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার অবরোধ তোলার অনুরোধ করা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। শেষে মাঠে নামে র্যাফ। লাঠিচার্জ করে হটিয়ে দেওয়া হয় অবরোধকারীদের। ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।