বেনাচিতিতে বাইকের নিয়ন্ত্রণহীন গতিবেগ প্রাণ কেড়ে নিলো যুবকের, আহত ২
আমার কথা, দুর্গাপুর, ১ জুনঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। বাইকের নিয়ন্ত্রণহীন গতিবেগই প্রান কেড়ে নিলো ওই যুবকের বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ দুর্গাপুরের বেনাচিতির রামকৃষ্ণপল্লীর বাসিন্দা ক্ষীতিশ সমাদ্দার(৩০) এক বন্ধুকে সাথে নিয়ে বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে নাচন রোডের উপর এএকটি শাড়ির দোকানের নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারে। এরপর গিয়ে একটি বিদ্যুতের পোলে ধাক্কা মেরে পড়ে যায়। সেই সময় স্থানীয়দের কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা পুলিশকে খবর দেয়। সেখানে এ-জোন ফাঁড়ির টহলরত পুলিশ ভ্যান গিয়ে তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ক্ষীতিশ বুকে গুরুতর চোট পায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় শাড়ির দোকানের নিরাপত্তারক্ষীর পা ভেঙ্গে গিয়েছে। ক্ষীতিশের বন্ধুর হাত ভেঙ্গে গিছে। তিনজনকেই প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ক্ষীতিশের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষীতিশ মদ্যপ অবস্থায় প্রচন্ড জোরে বাইক চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।