গ্রেফতার কয়লা পাচারে অভিযুক্ত জয়দেব মন্ডল
আমার কথা, আসানসোল, ১ জুনঃ
দীনেশ গড়াই নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন কয়লা পাচার কান্ডে অভিযুক্ত জয়দেব মন্ডল । শনিবার সিআইডি তাকে গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করে। বিচারক অভিযুক্তকে চার দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।
২০২৩ সালের ৩০ শে অক্টোবর আসানসোলে দীনেশ গড়াই নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় জয়দেব মন্ডল বলে অভিযোগ। সেই সময় দীনেশ বাবু গাড়িতে ছিলেন গুলি লাগে তাঁর গাড়িতে। গুলি চালানোর অভিযোগে জয়দেব মন্ডল সহ কয়েকজন দুষ্কৃতির নামে থানায় অভিযোগ দায়ের করেন দীনেশ বাবু। গুলি কান্ডের তদন্ত শুরু করে সিআইডি। এতদিন জয়দেব মন্ডলকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। ফেরার ছিলেন তিনি অন্যদিকে অভিযুক্ত জয়দেব মন্ডলের নাম রয়েছে কয়লা পাচার কাণ্ডেও। সিবিআই সেই মামলার তদন্ত করছে । গত ২১-শে মে সিবিআইকে কয়লা পাচার কাণ্ডে চূড়ান্ত চার্জশিট পেশ ও অভিযুক্ত আসামিদের আদালতে পেশ করার নির্দেশ দিয়ে ছিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। ঐদিনও সিআইডির তদন্তকারীরা আদালতে উপস্থিত হয়েছিলেন জয়দেব মন্ডলের খোঁজে। কিন্তু চিকিৎসার অজুহাত দেখিয়ে সেদিন আদালতে অনুপস্থিত ছিলেন তিনি। অবশেষে শনিবার সিআইডির হাতে ধরা পড়ে অভিযুক্ত জয়দেব মন্ডল। এদিনই তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তকে চার দিনের সিআইডির হেফাজতের নির্দেশ দেন।