বিভিন্ন বৈদ্যুতীন সংবাদমাধ্যমের এক্সিট পোলের তীব্র সমালোচনা জেলা সভাপতির
আমার কথা, পান্ডবেশ্বর, ২ জুনঃ
মঙ্গলবার আগামী ৪-ই জুন ভোট গণনা। তার আগে দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার কাউন্টিং এজেন্টদের নিয়ে রবিবার বেলা ১১ টা নাগাদ বৈঠকটি হয় বাঁকোলা সুভাষ কলোনির “কলরব” হলে। বৈঠকে দলের কাউন্টিং এজেন্টদের সাথে নরেন্দ্রনাথ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের শাসক দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, শতদ্বীপ ঘটক সহ অন্যরা। গণনা কেন্দ্রের ভিতর দলীয় এজেন্টদের কার কি ভূমিকা হবে, কোন বিষয়ে সচেতন থাকতে হবে সে সব বিষয়ে ওয়াকিবহাল করা হয় কাউন্টিং এজেন্টদের। এদিন বিকেলে ফেসবুক লাইভে নরেন্দ্রনাথ বাবু বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের এক্সিট পোলের তীব্র সমালোচনা করেন। বলেন এই সব এক্সিট পোল গোদি ও মোদি মিডিয়ার প্রোপাগান্ডা। এর কোন বিশ্বাসযোগ্যতা নেই। ৪ তারিখ গণনার পর গোটা পশ্চিমবাংলাতে সবুজ আবির উড়বে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও কীর্তি আজাদ জিতবে বলে জোড়ের সাথে দাবি করেন নরেন্দ্রনাথ বাবু। সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল লোকসভা কেন্দ্রের দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করবে তৃণমূল নেতৃত্ব। কাউন্টিং এজেন্টদের সাথে সোমবারের বৈঠকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী মলয় ঘটক, দলের সমস্ত বিধায়ক ও ব্লক সভাপতিরা।