মহিলাদের হস্টেলে শ্লীলতাহানির অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া ২ জুনঃ
মহিলা হস্টেলের কেয়ারটেকারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার খাতড়ায়। এলাকার মানুষ বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়ক অবরোধ করেন।
খাতড়ার ওই মহিলা হস্টেলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
রবিবার ছুটির দিন হলেও অবরোধের ফলে যানজট তৈরি হয় ওই রাস্তায়। পণ্যবাহী লরি-ট্রাক সহ বাসও সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে পুলিশকে এলাকায় আসতে হয়। বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে বলা হয়। পরে অভিযুক্তকে গ্রেফতার করলে অবরোধ তুলে নেওয়া হয়।
এলাকাটি জনজাতি অধ্যুষিত। স্থানীয়দের অভিযোগ, শনিবার রাতে ওই হস্টেলের মহিলা কেয়ারটেকার বাথরুমে গেছিলেন। হস্টেলের নিরাপত্তারক্ষী করিমউদ্দিন খান সেখানে দাঁড়িয়ে ছিল। কেয়ারটেকার ওই মহিলা বাথরুম থেকে বেরিয়ে এলে তাঁর মুখ চেপে ধরে করিম। এরপরে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
পরে ওই মহিলা বিষয়টি খাতড়া থানায় লিখিত অভিযোগ জানান। রবিবার অভিযুক্তকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।