কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে আসানসোলের গণনা কেন্দ্র
আমার কথা, আসানসোল, ৩জুনঃ
১৮ তম লোকসভা নির্বাচনের সাত দফার ভোট শেষ হয়েছে ১ জুন। এবার ফলাফলের অপেক্ষা। রাত পেরোলেই আগামীকাল অর্থাৎ ৪ জুন প্রার্থীদের ভাগ্য গনণার দিন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য গণনা কেন্দ্র করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে।
এই কেন্দ্রটিতে ভোট হয়েছে ১৩ মে। ভোটগ্রহণের পর ইভিএম যন্ত্রগুলি কড়া নজরদারির মধ্যে রাখা রয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। ইতিমধ্যেই গণনার কাজের প্রস্তুতি শেষ হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। সিসিটিভি ক্যামেরার নজরদারিও রয়েছে পুরো কলেজে। গণনার কাজে যুক্ত থাকবেন হাজারেরও বেশি কর্মী। ২৭ মে এই ভোটকর্মীদের আসানসোলের রবীন্দ্রভবনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা আসানসোল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এস,পেন্নাবলম সহ আসানসোল লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার এআরও আধিকারিকেরা। প্রশাসন সূত্রে জানা গেছে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনার জন্য থাকবে মোট ১৮৪ টি টেবিল । এর মধ্যে ১৫৫ টি টেবিলে হবে ইভিএম গণনা। বাকি টেবিল পোস্টাল ব্যালট সহ গণনার অন্যান্য কাজে ব্যবহার হবে। আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধানসভার গণনার জন্য সবচেয়ে বেশি ২৬ টি করে টেবিল থাকবে । সবচেয়ে কম ১৮ টি টেবিল থাকবে পাণ্ডবেশ্বর বিধানসভার জন্য । সবচেয়ে বেশি ১৪ রাউন্ড ও সবচেয়ে কম ১২ রাউন্ডে সম্পূর্ণ হবে ভোট গণনার কাজ । সকাল ৮-টাতে পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। তার পর হবে ইভিএম এর গণনা । জেলাশাসক এস,পোন্নমবলম জানান মোট ১২৫০ জন কর্মীকে গণনার কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৫০ জন গণনার কাজে সরাসরি যুক্ত থাকবেন।
অন্যদিকে, গণনাকেন্দ্রের সামনে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বিবেকানন্দ সরণী বা সেনর্যালে রোডে এইচএলজি হাসপাতাল মোড় থেকে ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় পর্যন্ত রাস্তায় য়াজ অর্থাৎ সোমবার রাত থেকে নজরদারি শুরু করা হবে পুলিশ প্রশাসনের তরফে। একাধিক জায়গায় পুলিশের ক্যাম্প করা হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। দুদিক থেকে আসা-যাওয়া প্রতিটি গাড়ির উপর নজরদারি করা হবে।