নতুন বেতন চুক্তি সহ নানা দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের বিক্ষোভ
আমার কথা, দুর্গাপুর, ৩ জুনঃ
নতুন বেতন চুক্তি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর ইস্পাত কারখানার কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কস ইউনিয়নের সদস্যরা। সোমবার সকালে তাঁরা দুর্গাপুর ইস্পাত কারখানার ইদি(ওয়ার্কস) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচীতে অংস নেন। এই কর্মসূচীত নেতৃত্ব দেন হিন্দুস্থান স্টিল ওয়ার্কস ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত।
রজত দীক্ষিত বলেন, “রাতের অন্ধকারে সেইল কর্তৃপক্ষের জারি করা আরএফআইডি সার্কুলার অবিলম্বে বাতিল করতে হবে,। এছাড়া স্থায়ী শ্রমিকদের ৩৯ মাসের বকেয়া ও অন্যান্য শ্রমিকেদের বকেয়া মিটিয়ে দিতে হবে। নচেৎ আগামীদিনে আরো বিহত্তর আন্দোলনের পথে পা বাড়ানোর হুশিয়ারীও দেওয়া হয় এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে।
এদিনের কর্মসূচীতে আরো যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশ কর্মকার সহ রবীন গাঙ্গুলী, অসীম মসান, বরুন চ্যাটার্জি প্রমূখ।