আসানসোল দুর্গাপুরে সবুজ ঝড়, মিষ্টি মুখ, আবিরে মাতলেন তৃণমূল নেতা কর্মীরা
আমার কথা, দুর্গাপুর আসানসোল, ৪ জুনঃ
এক একটা রাউন্ড শেষ হচ্ছে আর ভোটের ব্যবধান ক্রমশ বাড়ছে। ষষ্ঠ রাউন্ড শেষে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৫৮০৫৭ ভোটে এগিয়ে রয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের থেকে। অন্যদিকে আসানসোল কেন্দ্রে ৩২৩৫৯ ভোটে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। যত বেলা বাড়ছে তৃণমুল প্রার্থী জিতে যাবে এরকমই মনে করছেন শাসকদলের নেতাকর্মীরা। তাই সময় নষ্ট না করে ইতিমধ্যেই এই কেন্দ্রের নানা জায়গায় সবুজ আবির খেলায় মেতে উঠলেন তাঁরা।
দুর্গাপুরের ২৬ নং নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ডিজে বাজিয়ে নৃত্য ও তার সাথে সাথে আবিরও খেললো।
আবির খেলায় মাতলেন বর্ধমান এক নাম্বার ব্লকের মির্জাপুর গ্রামের তৃণমূলের কর্মীরা, যার নেতৃত্ব দিচ্ছেন বুথ সভাপতি রানা ভট্টাচার্য। অন্যদিকে পানাগড়ের দার্জিলিং মোড়ে জয় বাংলা শ্লোগান দিতে দিতে সবুজ আবির নিয়ে নিজেদের মধ্যে খেলায় মেতে উঠলেন তৃণমূল কর্মীরা।
অপরদিকে আসানসোলে সবুজ আবির নিয়ে খেলা ছাড়াও মিষ্টি মুখ করলেন ও করালেন তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাথে ছিলেন শ্রমিক নেতা অভিজিৎ ঘটক।