করোনা সচেতনতায় পুলিশের পাশাপাশি এবার উখরায় রং তুলি হাতে পথে নামলেন এক শিল্পী
সারা দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। গত ২৩শে মার্চ থেকে এই রাজ্যে শুরু হয়েছিল লকডাউন আর সারা দেশে এই লকডাউন লাগু হয়েছিল ২৫ মার্চ থেকে। প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে সাধারন মানুষকে লকডাউনের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করলেও অনেকেই এখনও বেশ বেপরোয়াভাবে বাইরে ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। তাই দ্বিতীয় দফার লকডাউনে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী নির্দেশ পালন করতে এবার হাতে ডান্ডা তুলে নিতে দেখা যাচ্ছে পুলিশকে। যদিও পুলিশকে শুধু ডান্ডা হাতে নয়, কখনও গায়কের ভূমিকায় আবার কখনও রং তুলি হাতে শিল্পীর ভুমিকাতেও দেখা গেছে লকডাউনের সচেতনতা প্রচারে। তবে এবার সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এবার শুধু পুলিশ নয়, রং তুলি হাতে তুলে নিতে দেখা গেল আরো এক সাধারন মানুষকে। পশ্চিম বর্ধমানের উখরায় রাস্তায় নেমেছেন শিল্পী অশোক দে। শিল্প তাঁর পেশা। সারা বছর তিনি ব্যানার হোর্ডিং ফ্লেক্স তৈরির কাজ করেন মৃৎশিল্পি হিসাবেও তিনি পরিচিত। লক ডাউনের কারণে এখন সে সব কাজ বন্ধ রয়েছে । তাই তিনি এখন এলাকার বিভিন্ন রাস্তায় ছবি এঁকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ করছেন। এই কাজে তাঁর হাতিয়ার রং আর তুলি। রাস্তার ওপর করোনা ভাইরাসের ছবি এঁকে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করছেন বাড়িতে থাকার ও সামাজিক দূরত্ব বজায় রাখার। অশোকবাবু জানান করোনা ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্বে আতঙ্ক তৈরি হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে অকালে। সব জানা সত্ত্বেও কিছু মানুষ নিয়ম মানছেন না।.সেই সব মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানান তিনি।