জয়েন্ট এন্ট্রান্সে(রাজ্য) প্রথম বাঁকুড়ার কিংশুক
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৭ জুন
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই) তে প্রথম স্থান অধিকার করলো বাঁকুড়ার ছেলে কিংশুক পাত্র। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংশুকের এই সাফল্যে খুশীর হাওয়া শহরের ইন্দ্রপ্রস্থের পাত্র বাড়িতে।
বৃহস্পতিবার, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ডের তরফে এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ৭৯,০২৫ ছাত্র এবং ৩৪,৪৬৭ ছাত্রীর সংখ্যা। উত্তীর্ণের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন বলে জানা গেছে।
এদিন বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থের বাড়িতে বসে রাজ্যে জয়েন্টে প্রথম স্থানাধিকারী কিংশুক জানান , বাবা মায়ের সহযোগিতা, গৃহশিক্ষকদের এর পাশাপাশি ‘অনলাইন ও সেল্ফ স্টাডি’তেই এই সাফল্য এসেছে। আগামী দিনে দেশের কোন নামী আই.আই.টি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে সে পড়াশুনা করতে চায় বলেই জানিয়েছে।
কৃতি ছাত্র কিংশুকের বাবা নির্মলেন্দু পাত্র, মা কৃষ্ণা পাত্র দু’জনেই পেশায় শিক্ষক। দিদি ডাক্তারী পড়ছেন। ছেলের এই সাফল্যে যথেষ্ট গর্বিত কিংশুকের বাবা-মা। তাঁদের কথায়, প্রত্যাশিতভাবেই এই সাফল্য এসেছে। আগামী দিনে নিজের লক্ষ্য পূরণে সে এগিয়ে যাক এটাই চাই।