রাজনৈতিক হিংসার শিকার, দুর্গাপুরে বাম নেতার মেয়েকে আর্থিক সাহায্য আইনজীবীদের
আমার কথা, দুর্গাপুর, ৮ জুনঃ
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সাথে সাথেই দুর্গাপুরে হিংসার বাতাবরন তৈরী হয়েছে বলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধীরা। ইতিমধ্যেই এই শহরের বেশ কিছু জায়গায় বিজেপি ও সিপিআই(এম) এর সাথে হিংসার ঘটনাও ঘটেছে। এই অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখতে শনিবার দুর্গাপুরে সেভ ডেমোক্রাসী ও অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়নের রাজ্য নেতৃত্ব।
প্রসঙ্গতঃ দিন তিনেক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর মহুয়া বাগান ও আইনস্টাইন রোডে ঘটে দুটি ঘটনা। আইনস্টাইন রোডে এক সিপিএম পোলিং এজেন্টকে হেনস্থার সাথে সাথে তার গাড়িতে ভাঙ্গচুর চালানো হয়। পাশাপাশি মহুয়াবাগানে সিপিএমের এক পোলিং এজেন্টের বোনের টেলারিংয়ের দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা। পর পর এই দুটি ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেন বামেরা। সেই অভিযোগ পেয়ে এদিন দুর্গাপুরে আসেন সেভ ডেমোক্রাসী সংগঠনের সদস্যরা ও অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়ননের সদস্যরা। ছ জনের এই প্রতিনিধি দল আজ দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকার সেই সিপিআইএম নেতার মেয়ের পুড়ে যাওয়া টেলারিং এর দোকান ঘুরে দেখেন, যে তিনটি কাপড় সেলাইয়ের মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলো দেখেন, আর তিনটি নতুন মেশিন ও কিছু আর্থিক সাহায্য করেন, পাশে থাকার বার্তা দেন অসহায় পরিবারকে। অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়নের সভাপতি আইনজীবী শামীম আহমেদ সতর্ক করেন এই ধরণের কাজ যাতে তৃণমূল না করে, হুশিয়ারী দেন প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা, ক্ষোভে ফেটে পড়েন সেভ ডেমোক্রাসী সংগঠনের রাজ্য নেতা চঞ্চল চক্রবর্তী। যদিও দলের বিরুদ্ধে আসা যাবতীয় সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেন জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তবে এরপরও ধারাবাহিক সন্ত্রাস যদি ভোটের পর জারি থাকে তাহলে আইনি পথে লড়াই হবে হুশিয়ারী দেন দুই সংগঠনের রাজ্য নেতৃত্ব।