উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপ ফিরিয়ে দিলো দুর্গাপুর থানা
আমার কথা, দুর্গাপুর, ৮ জুনঃ
কখনো কোথাও হয়ত হারিয়ে গিয়েছিল আবার কেউ হয়ত চুরি করে নিয়েছিল এরকম ৩৫টি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো দুর্গাপুর থানার পুলিশ। শনিবার দুর্গাপুর থানা প্রাঙ্গনে “ফিরে পাওয়া” কর্মসূচীর মাধ্যমে মোবাইলগুলি ও ল্যাপটপটি ফিরে পেয়ে বেশ খুশি মালিকরা। তাঁরা ধন্যবাদ জানান পুলিস প্রশাসনকে।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, সার্কেল ইনস্পেকটর (দুর্গাপুর), থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায় প্রমুখ।
এসিপি জানান, বিভিন্ন সময়ে নানা জায়গায় হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইলের মালিকরা থানায় মিসিং ডায়েরি করে যান। আমাদের টিম সর্বদা সার্চিং মোডে থাকেন সেই সমস্ত মোবাইলগুলিকে উদ্ধারের জন্য। এরকমই ৩৫টি মোবাইল উদ্ধার করে আজ আমাওরা তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিই মালিকানার উপযুক্ত প্রমান দেখে। সাথে মোবাইল হারিয়ে গেলে সাথে সাথে মোবাইল গ্রাহকদের কি কি ক্রনীয় সেই বিষয়েও একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।