বোনের বাড়িতে মদের অবৈধ কারবার, বিজেপি দাদার গ্যারাজে মদ্যপানের আসর
আমার কথা, দুর্গাপুর, ৮ জুনঃ
বিজেপি নেতার বোনের বাড়িতে বিক্রি হতো মদ, আর সেই নেতার বাড়ির গ্যারাজে বসতো মদের আসর, এমনটাই অভিযোগ আনলো তৃণমূল। দুর্গাপুরের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত ট্রাঙ্ক রোড এলাকায় দিনের পর দিন চলছিল এই ঘটনা যা নিয়ে সরব হয় শাসকদল আর বিজেপি নেতার বোনকে শনিবার আটক করে পুলিশ।
৮নং ওয়ার্ডের তৃণমূল যুব আহ্বায়ক দীপক সিং জানান, ”বিজেপির মন্ডল সভাপতি অতুল বাগদির মদতে তাঁর বোন মদের অবৈধ কারবার চালাতো। বেশ কয়েকবার পুলিশ বন্ধ করেছে সেই কারবার। পুলিশ সেই কারবার কয়েকবার বন্ধও করে দেয়। কিন্তু পুলিসকে তোয়াক্কা না করে দাদার মদতে এই কারবার ফের শুরু করে বোন অঞ্জলী রুইদাস। শুধু তাই নয় অতুল বাগদির বাড়ির গ্যারাজে বসতো মদের আসর, সাথে নানা অসামাজিক কাজকর্ম চলতো ওই গ্যারাজে।”
শনিবার অঞ্জলী রুইদাসের বাড়ি থেকে বেশ কিছু মদের বোতল বের করে বিক্ষোভ দেখায় তৃণমূল। ঘটনাস্থলে এসে অঞ্জলীকে আটক করে নিয়ে যায় পুলিশ। সাথে বাজেয়াপ্ত করে দেশি ও বিদেশী মদের বোতলগুলিও।
এদিকে অতুল বাগদি জানান,”বোনের সাথে বহুদিন কোনো সম্পর্ক নেই। আমার গ্যারাজের ভেতর কোনো মদ্যপানের আসর বসে না। বিজেপি করি বলে তৃণমূল চক্রনাত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।“