রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি, পুলিশের সাথে গুলির লড়াই
আমার কথা, রানীগঞ্জ, ৯ জুনঃ
ভর দুপুরে রানীগঞ্জে সোনার দোকানে ঘটলো ডাকাতির ঘটনা। থলি ভর্তি সোনার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল। পুলিশ গুলি চালালে পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালাই দুষ্কৃতির দল। ঘটনাতে এলাকার ব্যবসায়ী মহলে ছড়িয়েছে আতঙ্ক।
রবিবার দুপুর সোয়া বারোটা। রানীগঞ্জ বাজারের তারবাংলা এলাকায় বেচাকানায় ব্যস্ত ব্যবসায়ীরা। ঠিক সে সময়ই একটি প্রসিদ্ধ সোনার দোকানে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে দোকানের কর্মচারী ও ক্রেতাদের মাথাতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় ১৫ মিনিট ধরে দোকানে লুটপাট চালাই দুষ্কৃতীরা। ডাকাতির খবর পেয়ে তৎখানক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি টহলদারি দল। ঘটনাস্থলে পৌঁছেই ডাকাতদের উদ্দেশ্যে গুলি চালায় পুলিশ। পাল্টা গুলি চালায় দুষ্কৃতিরাও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। আতঙ্কে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে পথচারীরা। এরই মাঝে দোকান থেকে থলিভ ভর্তি সোনা নিয়ে বাইকে করে এলাকা ছাড়ে দুষ্কৃতির দলটি। পুলিশের গুলিতে একজন দুষ্কৃতি আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। যদিও আহত সঙ্গীকে সাথে নিয়েই এলাকা থেকে চম্পট দিয়েছে অন্য দুষ্কৃতীরা। দোকানের এক কর্মচারী জানান আচমকায় দোকানে আটজনের দুষ্কৃতী দল ঢুকে পরে। প্রথমেই তারা নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেই । দোকানের ভিতর থাকা সকলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, তারা লুটপাট চালায়। দুষ্কৃতীরা হিন্দি ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল বলে জানান ওই কর্মচারী।
দুষ্কৃতিদের নাগাল পেতে তাদের পেছনে ধাওয়া করে পুলিশের দল। একটি বাইক ফেলে গেছে দুষ্কৃতিরা বলে জানা গিয়েছে। সমস্ত নাকা পোষ্টে খবর দেওয়া হয়। দোকান ও দোকানের আশপাশে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিদের চিহ্নিত করর কাজ শুরু করেছে পুলিশ। নদীয়ার রানাঘাটে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির স্মৃতি এখনও দগদগে আর তার মধ্যেই ফের ভর দুপুরে এরকম ডাকাতির খবর চাউর হতেই রানীগঞ্জ বাজারে ব্যবসায়ী মহলে ছড়িয়েছে আতঙ্ক।